মিঠুন-সৌম্যদের ফেসবুক পোস্ট, চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ আসিফ মাহমুদের

বাংলাদেশ
মিঠুন-সৌম্যদের ফেসবুক পোস্ট, চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ আসিফ মাহমুদের
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আসিফ মাহমুদ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত দেশের ক্রিকেট। ইতোমধ্যে প্রার্থীদের পক্ষ-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে ক্রিকেট অঙ্গনে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল ঢাকার ১৫টি ক্লাবকে বাদ দিয়ে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ নিয়ে। যদিও চূড়ান্ত তালিকায় ফিরেছে বাদ পড়া ১৫টি ক্লাব।

যদিও এ নিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা একযোগে প্রায় একই রকম প্রতিক্রিয়া জানিয়েছিলেন। বর্তমান ক্রিকেটারদের মধ্যে সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মুমিনুল হক, ইরফান শুক্কুর ও মোহাম্মদ মিঠুন তাদের ব্যক্তিগত ফেসবুক পেজে হুবহু একই লেখা পোস্ট করেছে বিসিবি নির্বাচন নিয়ে ঘটনা প্রবাহের প্রতিবাদ করেন।

এই বিষয়টি ভালোভাবে নেননি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। পৃথিবীর আর কোথায় ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে কথা বলেন না ক্রিকেটাররা, এমন দাবি করেন তিনি। পাশাপাশি বিষয়টি অবাকও করেছে ক্রীড়া উপদেষ্টাকে। তিনি মনে করেন এতে ক্রিকেটাররা তাদের চুক্তির শর্ত ভঙ্গ করেছে।

তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, 'আপনি পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, বর্তমানে খেলা যাওয়া ক্রিকেটার বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে। যেটা তার যে কন্ট্রাক্ট, সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন।'

ক্রিকেটারদের নিয়ে দলাদলি বাংলাদেশে নতুন কিছু না বলে মনে করেন আসিফ মাহমুদ। এর আগেও বিভিন্ন সময় ক্রিকেটারদেরকে এভাবে ব্যবহার করা হয়েছে। এটা দুঃখজনক আখ্যা দিয়েছেন তিনি। ক্রিকেটের স্বার্থে এমনটা করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা।

তিনি যোগ করেন, 'এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমরা ভক্ত হিসেবে দেখেছি দুই বছর আগে, পাঁচ বছর আগে, এখনও এটা হচ্ছে, এটা খুব দুঃখজনক এবং যারা এগুলো করাচ্ছেন, তাদের আসলে শেইম ফিল করা উচিত যে আপনি একজন ক্রিকেটারকে এনে দলাদলি করাচ্ছেন। মানে এটা খুবই আমাদের জন্য দুঃখজনক।'

আরো পড়ুন: বিসিবি নির্বাচন