সেঞ্চুরির পর লাথাম-রাচিনের ‘আক্ষেপ’, নিউজিল্যান্ডের লিড পাঁচশর কাছে
শেষ বিকেলে এসে কেমার রোচের শর্ট লেংথ ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন টম লাথাম। একটুর জন্য দেড়শ ছোঁয়া হয়নি ১৪৫ রানের ইনিংস খেলা বাঁহাতি ব্যাটারের। একটু পর আক্ষেপে পুড়েছেন রাচিন রবীন্দ্রও। দুর্দান্ত ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরির পথেই হাঁটছিলেন তিনি। তবে রাচিনকে থামিয়েছেন অজায় শিল্ডস। ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে রাচিনকে ফিরতে হয় ১৭৬ রান করে। তাদের দুজনের ব্যাটেই রান পাহাড় গড়ছে নিউজিল্যান্ড। রাচিন ও লাথামের আক্ষেপের পরও ৪৮১ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা।