promotional_ad

আইসিসির মাসসেরার দৌড়ে আইয়ারের সঙ্গে রাচিন-ডাফি

জ্যাকব ডাফি, শ্রেয়াস আইয়ার ও রাচিন রবীন্দ্র, আইসিসি
মঙ্গলবার মার্চের প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়ন পাওয়া তিন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে জায়গা করে নিয়েছেন শ্রেয়াস আইয়ার, রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি। এর মধ্যে দুজনই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলা দলের সদস্য। মাস জুড়ে তিনজনই একে অপরকে টেক্কা দিয়েছেন।

promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেললেও ডাফি দারুণ পারফরম্যান্স করেছেন পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অপ্রতিরোধ্য ছিলেন তিনি। সিরিজ জুড়ে তিনি ১৩ উইকেট নিয়েছেন মাত্র ৮.৩৮ গড় এবং ৬.১৭ ইকোনোমিতে। তার পারফরম্যান্সে ভর করেই পাকিস্তানকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে কিউইরা।


আরো পড়ুন

রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার

৯ ঘন্টা আগে
আইসিসি

ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন তিনি। ১৪ রানে নিয়েছেন ৪ উইকেট। এরপর মাউন্ট মঙ্গুনুইতে ২০ রানে ৪ উইকেট নেন ডাফি। এমন বোলিংয়েই আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ডাফি। মার্চের শেষে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আরও ২ উইকেট নিয়ে মোট ১৫ উইকেট নিয়ে মাস শেষ করেছেন এই কিউই পেসার।


promotional_ad

এদিকে ভারতের আইয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন। এই মাসে তিন ম্যাচ খেলে ১৭২ রান করেছেন ৫৭.৩৩ গড় ও ৭৭.৪৭ স্ট্রাইক রেটে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৭৯ রান করেছিলেন আইয়ার। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমি ফাইনালে ৪৫ আর ফাইনালে কিউইদের বিপক্ষে ৪৮ রান করেন।


আরো পড়ুন

প্রভসিমরান-আইয়ারে পাঞ্জাবের জয়

১ এপ্রিল ২৫
বিসিসিআই

চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো আসর জুড়েই ব্যাট হাতে তুমুল ফর্মে ছিলেন।  মার্চে তিন ম্যাচ খেলে তার ব্যাট থেকে এসেছে ১৫১ রান। ৫০.৩৩ গড় ও ১০৬.৩৩ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন রাচিন এই তিন ম্যাচে। পাশাপাশি তিনটি উইকেটও নিয়েছেন তিনি।


সাউথ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ১০৮ রানের ইনিংস খেলেন। টুর্নামেন্টে এটি ছিল তার দ্বিতীয় সেঞ্চুরি। কেন উইলিয়ামসনের সাথে ১৬৪ রানের জুটি গড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে নিউজিল্যান্ডকে সর্বোচ্চ সংগ্রহ গড়তে বড় অবদান রেখেছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball