আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা

ছবি: মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্ট, আইপিএল

অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে রিকি পন্টিং ও ব্র্যাড হ্যাডিনের মতো কোচিং স্টাফ এখনও ভারতে রয়েছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান।
আইপিএল স্থগিত হলেও নিয়মিত অনুশীলন করছে গুজরাট
১ ঘন্টা আগে
অনেক বিদেশি ক্রিকেটার ভারত ছেড়ে যাওয়ায় দ্রুত আইপিএল আয়োজন করতেও হিমশিম খেতে হতে পারে বিসিসিআইকে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে পাঞ্জাব কিংস ব্যতীত সকল আইপিএল দলকে মঙ্গলবারের মধ্যে তাদের নিজেদের শহরে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে। পাঞ্জাব থাকবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে।
বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল রোববার রাতে টুর্নামেন্ট পুনরায় শুরু করার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বসেছিল। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই আইপিএলের বাকি অংশ মাঠে গড়াতে পারে। তবে মাঝপথে স্থগিত হওয়ায় আইপিএল নিয়ে অনিশ্চয়তাও আছে। ক্রিকেটাররা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে আবার ফিরে আসা এবং না আসলে আইপিএলে ভবিষ্যতে অংশগ্রহণ নিয়েও তাদের বিপাকে পড়তে হয়ে পারে।

এই প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে আইপিএলে ফিরে আসার বিষয়ে তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার রক্ষা করবে। এমনটা হলে ভবিষ্যতে তারা যেন তারা নিষেধাজ্ঞার সম্মুখীন না হন তারা সেই আশাই করছেন। অস্ট্রেলিয়ার শীর্ষ খেলোয়াড়দের মধ্যে অনেকেই রোববার দেশে ফিরে গেছেন।
‘স্টার্ক নয়, আবেশ খান হতে চাই’
২০ এপ্রিল ২৫
এর মধ্যে রয়েছেন মিচেল স্টার্কও। এই অজি পেসার সিডনি বিমানবন্দরে অবতরণ করে করেছেন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টইনিস নাইন নিউজকে বলেন, 'সবাই ভালো আছে।' আইপিএল পুনরায় শুরু করার পরিকল্পনায় বাকি ম্যাচগুলো চেন্নাই ও বেঙ্গালুরুর মতো দক্ষিণ ভারতীয় শহরে স্থানান্তরের কথা ভাবছে বিসিসিআই।
ট্রাভিস হেড, স্টার্ক, অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হজলউডের মতো ক্রিকেটার কদিন পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামবেন। ২৪ মের মধ্যে আইপিএল শেষ না হলে অজি ক্রিকেটারদের আবার নতুন করে বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র নিতে হবে।
এদিকে আইপিএলে খেলা কিউই ক্রিকেটারদের মধ্যে ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র এবং ট্রেন্ট বোল্ট রবিবারই নিউজিল্যান্ডে পৌঁছেছেন। কিন্তু মিচেল স্যান্টনার এবং বিজে জ্যাকবস যারা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলছেন তারা ফ্র্যাঞ্চাইজির অনুরোধে ভারতেই থেকে গেছেন। এমনটাই জানানো হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। যারা দেশে ফিরে গেছেন তাদের সবাই আইপিএলে ফিরে যাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী হিথ মিলস জানিয়েছেন কিউই ক্রিকেটারদের মধ্যে কেউ কেউ আইপিএলে নাও ফিরতে পারেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, 'কেউ কেউ ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে।' তার এমন বার্তা নিশ্চিতভাবেই চিন্তার ভাঁজ ফেলবে আইপিএলের আয়োজকদের।