promotional_ad

'ক্রিকেট নিষ্ঠুর এক খেলা', ফাইনাল হেরে বললেন রাচিন

টুর্নামেন্ট শুরুর পুরষ্কার হাতে রাচিন রবীন্দ্র, আইসিসি
এর আগে আইসিসি টুর্নামেন্টে দুইবার খেলে দুইবারই শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। এবার তৃতীয়বারের দেখায় আর সেই ধারা ধরে রাখতে পারেনি। ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা বঞ্চিত হয়েছে মিচেল স্যান্টনারের দল। তবে ব্যাট হাতে দারুণ সময় কেটেছে রাচিন রবীন্দ্রর।

promotional_ad

তিনি ব্যাট হাতে ২৬৩ রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেটও। রাচিন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে খেলেছেন আইসিসি ওয়ানডে বিশ্বকাপে। সেবার ১০ ম্যাচে ১০ ম্যাচে ৩ সেঞ্চুরিসহ ৫৭৮ রান করেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতেও সেই ফর্ম ধরে রেখেছেন রাচিন।


আরো পড়ুন

ফাইনালের সেরা রোহিত, টুর্নামেন্ট সেরা রাচিন

৯ ঘন্টা আগে
রোহিত শর্মা ও রাচিন রবীন্দ্র, ক্রিকফ্রেঞ্জি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টুর্নামেন্ট সেরার পুরষ্কারও উঠেছে রাচিনের হাতে। শিরোপা জিততে না পেরে ক্রিকেটকে নিষ্ঠুর খেলা আখ্যা দিয়েছেন রাচিন। তবে টুর্নামেন্ট জুড়ে দল হিসেবে লড়াই করতে পেরে দারুণ আনন্দিত এই কিউই অলরাউন্ডার।



promotional_ad

টুর্নামেন্ট সেরার পুরষ্কার হাতে নিয়ে রাচিন বলেন, ‘অবশ্যই মিশ্র অনুভূতি হচ্ছে। ফাইনাল দারুণ ছিল। ব্যক্তিগত স্বীকৃতি পেলে ভালো লাগে, আর দলের হয়ে খেলাটা আরও আনন্দের। হয়তো ভালো উইকেটে খেলি বলেই আইসিসি টুর্নামেন্টে ভালো করি। আমার টুর্নামেন্ট খেলতে ভালো লাগে, কারণ এখানে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে খেলে থাকি।'


আরো পড়ুন

৮-১০ বছর বিশ্ব ক্রিকেট শাসন করার মতো দল আছে আমাদের: কোহলি

৮ ঘন্টা আগে
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত শর্মার সঙ্গে কোহলির উচ্ছ্বাস, আইসিসি

রাচিন আরও যোগ করেন, 'অতীত নিয়ে আমি খুবই গর্বিত। কৃতজ্ঞতা জানাতে চাই অনেকের প্রতি। শিরোপা জিতলে হয়তো পূর্ণ আনন্দ পেতাম, কিন্তু ক্রিকেট নিষ্ঠুর এক খেলা। এখানে অভিজ্ঞ কিংবা নতুনদের মধ্যে কোনো বিভাজন নেই। দলে সবাই অবদান রেখেছে এবং আমরা একটি দল হিসেবে লড়াই করেছি।’



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball