'ক্রিকেট নিষ্ঠুর এক খেলা', ফাইনাল হেরে বললেন রাচিন

ছবি: টুর্নামেন্ট শুরুর পুরষ্কার হাতে রাচিন রবীন্দ্র, আইসিসি

তিনি ব্যাট হাতে ২৬৩ রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেটও। রাচিন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে খেলেছেন আইসিসি ওয়ানডে বিশ্বকাপে। সেবার ১০ ম্যাচে ১০ ম্যাচে ৩ সেঞ্চুরিসহ ৫৭৮ রান করেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতেও সেই ফর্ম ধরে রেখেছেন রাচিন।
ফাইনালের সেরা রোহিত, টুর্নামেন্ট সেরা রাচিন
৯ ঘন্টা আগে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টুর্নামেন্ট সেরার পুরষ্কারও উঠেছে রাচিনের হাতে। শিরোপা জিততে না পেরে ক্রিকেটকে নিষ্ঠুর খেলা আখ্যা দিয়েছেন রাচিন। তবে টুর্নামেন্ট জুড়ে দল হিসেবে লড়াই করতে পেরে দারুণ আনন্দিত এই কিউই অলরাউন্ডার।

টুর্নামেন্ট সেরার পুরষ্কার হাতে নিয়ে রাচিন বলেন, ‘অবশ্যই মিশ্র অনুভূতি হচ্ছে। ফাইনাল দারুণ ছিল। ব্যক্তিগত স্বীকৃতি পেলে ভালো লাগে, আর দলের হয়ে খেলাটা আরও আনন্দের। হয়তো ভালো উইকেটে খেলি বলেই আইসিসি টুর্নামেন্টে ভালো করি। আমার টুর্নামেন্ট খেলতে ভালো লাগে, কারণ এখানে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে খেলে থাকি।'
৮-১০ বছর বিশ্ব ক্রিকেট শাসন করার মতো দল আছে আমাদের: কোহলি
৮ ঘন্টা আগে
রাচিন আরও যোগ করেন, 'অতীত নিয়ে আমি খুবই গর্বিত। কৃতজ্ঞতা জানাতে চাই অনেকের প্রতি। শিরোপা জিতলে হয়তো পূর্ণ আনন্দ পেতাম, কিন্তু ক্রিকেট নিষ্ঠুর এক খেলা। এখানে অভিজ্ঞ কিংবা নতুনদের মধ্যে কোনো বিভাজন নেই। দলে সবাই অবদান রেখেছে এবং আমরা একটি দল হিসেবে লড়াই করেছি।’