‘পেশাদার মুস্তাফিজের সঙ্গে যা হয়েছে তা তাঁর জন্য হতাশার’
আইপিএলের আগামী আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে সাম্প্রতিক সময়ের ঘটনার জেরে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশের পেসারকে আইপিএল থেকে বাদ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ৯ কোটি ২০ লাখ টাকার চুক্তি বাতিল হওয়ায় মুস্তাফিজ ভেঙে পড়েন কিনা সেটা নিয়ে ভয়ে ছিল রংপুর রাইডার্স। তবে এসব ছাপিয়ে মাঠে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন তিনি। মুস্তাফিজকে পেশাদার বললেও তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে বাঁহাতি পেসারের জন্য হতাশার বলছেন মিকি আর্থার।