৬ দিনের বিরতিতেই ছন্দ হারিয়েছে রংপুর, দাবি আর্থারের
ছবি: সংবাদ সম্মেলনে মিকি আর্থার, ক্রিকফ্রেঞ্জি
তারা ১৩ জানুয়ারি মাঠে নেমেছিল খুলনা টাইগার্সের বিপক্ষে। এরপর রাজশাহীর বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি ছিল ১৭ জানুয়ারি। আর একই দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি তারা খেলে ২৩ জানুয়ারি। আর্থার মনে করেন ৬ দিনের বিরতির কারণেই তার দলের ভারসাম্য নষ্ট হয়েছে।
আমিই হেডমাস্টার, বেস্ট ফ্রেন্ড এবং বাবা: মিকি আর্থার
২২ জানুয়ারি ২৫আর্থার বলেছেন, 'আমরা কিছুটা মোমেন্টাম হারিয়েছি। আমরা প্রথম ৫-৮ ম্যাচে খুব ভালো করেছি। এরপর আমাদের ৬ দিনের ব্রেক ছিল। এরপর আমরা মোমেন্টামটা পাইনি। আমদের কী করতে হবে সেটা বের করতে হবে। এটা আমাদের দ্রুতই খুঁজে বের করতে হবে। কারণ আগামী সপ্তাহে আমাদের বড় বড় ম্যাচ রয়েছে।'
রংপুর রাইডার্স অবশ্য সবার আগেই প্লে অফ নিশ্চিত করেছে। বড় কোনো অঘটন না ঘটলে সবার উপরে থেকেই প্লে অফে খেলবে তারা। বিপিএলের এবারের আসরে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে উইকেট। প্রায় প্রতি ম্যাচেই বড় রান হচ্ছে। অনেক দল আবার সেই রান তাড়া করেই জিতেছে। এটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন রংপুরের কোচ।
সকালে এসে রাসেলদের দুপুরে ম্যাচ খেলাকে আদর্শ মনে করেন না আশরাফুল
৩ ফেব্রুয়ারি ২৫তিনি বলেন, 'উইকেট কিছুটা পরিবর্তন হয়েছে। এই উইকেট বেশি পরীক্ষা নিচ্ছে ব্যাটারদের। প্রপার ক্রিকেট শট খেলা নিয়ে কাজ করেছি আমরা। আমার মনে হয় আমরা যেসব শট খেলে শেষ ম্যাচে আউট হয়েছি সেগুলো অনেক সফট শট ছিল। ভালো হয়নি সেখানে। কথা বলেছি সেসব নিয়ে।'
রংপুর শেষ দুই ম্যাচে হারলেও দলটির ক্রিকেটারদের ওপর বিশ্বাস আছে আর্থারের। প্রত্যাশা নিয়ে আর্থার বলেছেন, 'আমি প্রতিটি প্লেয়ারের মধ্যে ১০০% বিশ্বাস করি। কারণ আমি তাদের পারফর্ম করতে দেখেছি। গায়ানাতে কঠিন কন্ডিশনে তাদের পারফর্ম করতে দেখেছি। আমি জানি তাদের সামর্থ্য কী। কেবল চাই তারা জয়ের ধারায় ফিরুক। কাল ভালো একটি পারফরম্যান্স চাই। আশা করছি সবাই সেটা করতে পারবে।'