চট্টগ্রাম থেকে বিপিএল সরিয়ে সমর্থকদের কাছে মিঠুর দুঃখ প্রকাশ
বিপিএলের সূচি অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে হওয়ার কথা ছিল দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে নানান বাস্তবতায় চলতি বিপিএলের কোন ম্যাচই হচ্ছে না চট্টগ্রামে। ওই ম্যাচগুলো সরিয়ে আনা হয়েছে সিলেটে। এরপর ঢাকা পর্ব দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ও দলগুলোর ভ্রমণ, লজিস্টিক্যাল বিভিন্ন সমস্যা, সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধার কথা মাথায় রেখে ভেন্যু হিসেবে চট্টগ্রামকে বাদ দিয়েছেন তারা।