আমরা প্রস্তুত, বাকিটা বোর্ড সিদ্ধান্ত নেবে—পাকিস্তান সফর নিয়ে সালাহউদ্দিন
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নির্ধারিত সময়েই সংযুক্ত আরব আমিরাত সফরে যাবে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে ফারুক আহমেদের বোর্ড। তবে মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, পাকিস্তান সফরে যাওয়ার জন্য তারা প্রস্তুত আছে, বাকিটা বোর্ড সিদ্ধান্ত নেবে।