
নাইমের ১৭৬, প্রাইম ব্যাংকের রেকর্ড ৪২২
সালাউদ্দিন শাকিলের স্লোয়ার ডেলিভারিতে কাভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন নাইম শেখ। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় অলক কাপালির হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে ১৮ চার, ৮ ছক্কা ও ১৪০.৮০ স্ট্রাইক রেটে ১২৫ বলে ১৭৬ রানের ইনিংস খেলা বাঁহাতি এই ওপেনারকে। নাইম যখন ফিরলেন তখন ৩৮.৩ ওভারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের রান তখন ৪ উইকেটে ৩১০।