জয়ে শুরু শাইনপুকুরের

ছবি: উইকেট নেয়ার পর আল ফাহাদের উচ্ছ্বাস, বিসিবি

এই দুই বোলার মিলেই নিয়েছেন ৬ উইকেট। আর তাতেই ২৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে পারটেক্স অল আউট হয়েছে ২২১ রানে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে পারটেক্স। ৫৮ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে ৩ উইকেট। এরপর তারা আর সেই ধাক্কা সামাল দিতে পারেনি শেষ পর্যন্ত। উপরের সারির ব্যাটারদের মধ্যে রুবেল মিয়া ৪০ রান করে আউট হয়েছেন।
মজিদের সেঞ্চুরিতে শাইনপুকুরকে হারাল রূপগঞ্জ
১২ এপ্রিল ২৫
এ ছাড়া জাওয়াদ রোয়েন খেলে ৬৭ বলে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস। পারটেক্সের আর কোনো ব্যাটারই ত্রিশের কোটা পার করতে পারেননি। শাইনপুকুরের হয়ে ৩ টি করে উইকেট নেন ফাহাদ ও রাফি। এ ছাড়া দুটি উইকেট নেন রহিম আহমেদ। একটি করে উইকেট নিয়েছেন আলী মোহাম্মদ ওয়ালিদ আর বাকি একটি উইকেট নেন শরিফুল ইসলাম।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৩৫ রান যোগ করেন রহমতউল্লাহ আলী ও মইনুল ইসলাম। যদিও মইনুল ও রহমতউল্লাহ বেশিক্ষণ এগোতে পারেননি। মইনুল আউট হয়েছেন ২৩ রান করে। আর রহমতউল্লাহর ব্যাট থেকে আসে ১৩ রান। তৃতীয় উইকেটে নেমে অনিক সরকার ও রহিম আহমেদ মিলে যোগ করেন ৬৮ রান। এর মধ্যে রহিমের ব্যাট থেকে আসে ১৮ রান। বাকি প্রায় সব রানই এসেছে অনিকের ব্যাট থেকে।
ডিপিএল সুপার লিগের প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ
১ ঘন্টা আগে
সেঞ্চুরিরও সম্ভাবনা জাগিয়েছিলেন অনিক। তবে শেষ পর্যন্ত ৭৭ রান করে আউট হয়েছেন তিনি।অধিনায়ক রায়ান রাফসান করেছেন ৮১ বলে ৮৭ রানের ইনিংস। শেষদিকে দুই ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির ৩৫ বলে যোগ করেন ৩০ আর জুবায়ের হোসেন ১৪ বলে ৩৯ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তাতেই তিনশর কাছাকাছি সংগ্রহ দাঁড় করায় শাইনপুকুর।
শুরুতে ব্যাট করতে নেমে অনিক সরকারের ৭৮ বলে ৭৭ ও রায়ান রাফসান রহমানের ৮১ বলে ৮৭ রানে ভর করে ৫ উইকেটে ২৯৮ রান করে শাইনপুকুর। শেষ দিকে মিনহাজুল আবেদীন ৩৫ বলে ৩০ ও জুবায়ের হোসেন ১৪ বলে করেন ৩৯ রান।