promotional_ad

রানবন্যার ম্যাচে আফিফ-সাইফের সেঞ্চুরি মিস, ধানমন্ডির জয়

ম্যাচ শেষে হাত মেলাচ্ছেন দুই দলের ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ধানমন্ডি স্পোর্টস ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যকার ম্যাচে রান বন্যা হয়েছে। দুই ইনিংস মিলিয়ে ৬৪০ রান হয়েছে। এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রান তোলে ধানমন্ডি। মূলত ইয়াসির আলী চৌধুরির ১২১ বলে খেলা ১৪৩ রানের ইনিংসে এই বিশাল পুঁজি পায় ধানমন্ডি।

promotional_ad

এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রূপগঞ্জ থেমেছে ৩০৮ রানে। ফলে ২৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে ধানমন্ডি। বিশাল লক্ষ্যে নেমেও দারুণ জবাব দিতে থাকা রূপগঞ্জকে ব্যাট হাতে পথ দেখিয়েছিলেন সাইফ হাসান ও আফিফ হোসেন ধ্রুব। দুজনই পেতে পারতেন সেঞ্চুরি। তবে অল্পের জন্য দুজনই সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। 


আরো পড়ুন

আর কয়েকটি ম্যাচ জিতে প্লে অফে জায়গা করে নিতে চায় খুলনা

২১ জানুয়ারি ২৫
খুলনা টাইগার্সের ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি

সাইফ আউট হয়েছেন ৯৫ রান করে। আর আফিফ ২ রানের আক্ষেপ নিয়ে ৯৮ রানে ফিরেছেন। তবে শেষ পর্যন্ত দলের আশা বাঁচিয়ে রেখেছিলেন রেজাউর রহমান রাজা। এই পেসার শেষদিকে এসে ৩৯ বলে ৪৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। অবশ্য তাতেও জয় পাওয়া হয়নি রূপগঞ্জের। ধানমন্ডির হয়ে ৩টি করে উইকেট নিয়ে রূপগঞ্জকে গুঁড়িয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন মাসুম খান টুটুল ও মইন খান। দুটি উইকেট পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি। একটি উইকেট গেছে হাসান মুরাদের ঝুলিতে।


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ভালো শুরু এনে দেয়ার আভাস দিয়েছিলেন হাবিবুর রহমান সোহান ও আশিকুর রহমান শিবলী। যদিও তাদের দুজনের জুটি খুব বেশি বড় হতে দেননি তানভীর ইসলাম। ইনিংসের ষষ্ঠ ওভারে বাঁহাতি স্পিনারের মিডল স্টাস্পের ডেলিভারিতে এজ হয়ে স্লিপে থাকা জয়ের হাতে ক্যাচ দিয়েছেন। সোহানকে ফিরতে হয় মাত্র ৫ রানে।



promotional_ad

একই ওভারে আরেক ওপেনার আশিকুরকেও ফিরিয়েছেন তানভীর। বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা ডেলিভারিতে এজ হয়ে উইকেটের পেছনে আকবরের গ্লাভসে ক্যাচ দিয়েছেন তিনি। ভালো শুরু পেলেও তরুণ ওপেনার ১৮ রানের বেশি করতে পারেননি। এক ওভারে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন ফজলে মাহমুদ রাব্বি ও ইয়াসির আলী রাব্বি। যদিও তারা দুজনের জুটিও বেশিক্ষণ টিকেনি। 


আরো পড়ুন

রংপুরের প্রতি কৃতজ্ঞ সাইফের সেঞ্চুরি মিসের আক্ষেপ নেই

৬ জানুয়ারি ২৫
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলেছেন সাইফ হাসান, ক্রিকফ্রেঞ্জি

প্রথম রাউন্ডে হাফ সেঞ্চুরি করা ফজলে রাব্বি রূপগঞ্জের বিপক্ষে আউট হয়েছেন ১৬ রানে। শেখ মেহেদীর অফ স্টাম্পের বাইরে পড়ে টার্ন করে ভেতরে ঢোকা ডেলিভারিতে বলের লাইন মিস করে লেগ বিফোর উইকেট হয়েছেন ফজলে রাব্বি। ৫৭ রানে ৩ উইকেট হারানোর পর ধানমন্ডিকে পথ দেখানোর চেষ্টা করেছেন সোহান ও ইয়াসির। তারা দুজনে মিলে যোগ করেন ৫০ রান। সোহানকে ফিরিয়ে জুটি ভাঙেন তানভীর। 


বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে উইকেটকিপার আকবরকে ক্যাচ দিয়েছেন সোহান। প্রথম রাউন্ডে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা ধানমন্ডির অধিনায়ককে ফিরতে হয় ৪৪ বলে ৩৩ রান করে। তবে মইন খানকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন ইয়াসির। সাবধানী ব্যাটিংয়ে ৭৩ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। তবে পঞ্চাশ ছোঁয়ার পর রান তোলার গতি বাড়িয়ে দেন ডানহাতি এই ব্যাটার।



তাতে ৭৩ বলে হাফ সেঞ্চুরি পাওয়া ইয়াসির একশ ছুঁয়েছেন ৯৭ বলে। অর্থাৎ পরের পঞ্চাশ করতে ২৪ বল খেলেছেন। তাকে সঙ্গ দেয়া মইনও হাফ সেঞ্চুরি পেয়েছেন। সৌম্যর অফ স্টাম্পের অনেকটা বাইরের স্লোয়ার ডেলিভারিতে তারই হাতে ক্যাচ দিয়েছেন ৬২ রান করা মইন। তার বিদায়ে ভেঙেছে ১৪৬ রানের জুটি। শেষের দিকে ইয়াসিরের সঙ্গে ঝড় তোলেন জিয়াউরও। খেলেছেন ১৮ বলে ৪০ রানের ইনিংস। ধানমন্ডিকে ৩৩২ রানের পুঁজি পাওয়ার দিনে ১৪৩ রানে অপরাজিত ছিলেন ইয়াসির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball