promotional_ad

মিজানুর-মাহফিজুলের রেকর্ড জুটিতে ব্রাদার্সের বিশাল জয়

মিজানুর রহমান ও মাহফিজুল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি
মিজানুর রহমান ও মাহফিজুল ইসলামের রেকর্ড জুটিতে ভর করে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। এই ম্যাচে ব্রাদার্সের এই দুই ব্যাটার এমন কিছুই করেছেন যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই বিরল। শাইনপুকুরের দেয়া ২৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় ব্রাদার্স।

promotional_ad

দ্বিতীয় ওভারেই উইকেট হারানোর পর এক অবিশ্বাস্য জুটি উপহার দিয়েছেন মিজানুর ও মাহফিজুল। দুজনে দ্বিতীয় উইকেটে যোগ করেন ২৫০ রানের জুটি। ৪২তম ওভারে মিজানুর পেশির চোটের কারণে মাঠ ছাড়লে এই জুটি ভাঙে। দুই ব্যাটারই তুলে নেন সেঞ্চুরি। দেশের লিস্ট 'এ' ক্রিকেটে দ্বিতীয় উইকেটে এটাই প্রথম আড়াইশ রানের জুটি। 


আরো পড়ুন

এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর

১১ ফেব্রুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে দুইশ ছোঁয়া দ্বিতীয় উইকেট জুটিই ছিল স্রেফ একটি। সেটাও প্রায় ৭ বছর আগের। ২০১৮ সালে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ব্রাদার্সের হয়ে দ্বিতীয় উইকেটে ২০৫ রান যোগ করেছিলেন জুনায়েদ সিদ্দিক ও মাইশুকুর রহমান। এ ছাড়া সব মিলিয়ে লিস্ট 'এ' ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ জুটিটি ছিল সৌম্য সরকার ও ইমরুল কায়েসের।


২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২২০ রানের জুটি গড়েছিলেন দুই বাঁহাতি ব্যাটসম্যান। এবার তাদের রেকর্ডও ভেঙে দিয়েছেন মিজানুর ও মাহফিজুল। এই সংস্করণের ক্রিকেটে যেকোনো উইকেট মিলিয়ে এখনও পর্যন্ত এটি বাংলাদেশিদের ষষ্ঠ জুটি।



promotional_ad

এর আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে টস হেরে ব্যাটিং করতে নেমে ভালো শুরু পেয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ময়নুল ইসলাম তন্ময় ও রহমতউল্লাহ আলীর জুটি ভাঙেন আল আমিন হোসেন। ডানহাতি পেসারের বলে বোল্ড হয়েছেন ২০ রান করা ময়নুল। একই ওভারে আরেক ওপেনারকেও ফিরিয়েছেন আল আমিন। অভিজ্ঞ পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ১৭ রানে আউট হওয়া রহমতউল্লাহ।


পঞ্চাশের আগেই ২ উইকেট হারানের পর শাইনপুকুরকে পথ দেখান অনিক সরকার ও রহিম আহমেদ। তারা দুজনে মিলে ৮১ রান। অনিকের বিদায়ে ভাঙে জুটি। অলক কাপালির বলে বোল্ড হয়েছেন ৪০ রান করা এই ব্যাটার। দারুণ ব্যাটিংয়ে ৫১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রহিম। পাশাপাশি রায়ান রাফসান রহমানের সঙ্গে জুটি গড়ে তোলেন। তাদের দুজনের ১০৫ রানের জুটি ভাঙেন রাকিবুল আতিক।


সেঞ্চুরির খুব কাছে থাকা রহিমকে ফিরিয়েছেন তিনি। ৫ রানের আক্ষেপে পুড়ে ৫ চার ও ৫ ছক্কায় ৯৬ বলে ৯৫ রানের ইনিংস খেলে আউট হয়েছেন রহিম। ভালো ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি রাফসানের। ইয়াসিন আরাফাত মিশুর বলে আউট হওয়ার আগে ৪৭ রান করেছেন। শেষের দিকে কেউই সেভাবে সুবিধা করতে না পারায় ৯ উইকেটে ২৮৮ রান তোলে শাইনপুকুর। ব্রাদার্স ইউনিয়নের হয়ে ৫০ রানে ৫ উইকেট নিয়েছেন আল আমিন।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball