মুগ্ধর ৫ উইকেটে জিতল রংপুর, ময়মনসিংহকে জেতালেন গালিব
আগের দিনই ৯০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে হারের শঙ্কার মুখে পড়ে গিয়েছিল বরিশাল বিভাগ। তারা দ্বিতীয় ইনিংসে ১৪১ রানের বেশি করতে পারেনি। আগের দিনের অপরাজিত ব্যাটার তাসামুল ইসলাম এদিন ৩৪ রান করে আউট হয়েছেন। এ ছাড়া রুয়েল মিয়া ১৩ ও তানভির ইসলাম ১৯ রান করলে ১৩৬ রানের সহজ লক্ষ্য দাঁড়ায় রংপুর বিভাগের সামনে।