মুগ্ধর ৫ উইকেটে জিতল রংপুর, ময়মনসিংহকে জেতালেন গালিব

বাংলাদেশ
মুগ্ধর ৫ উইকেটে জিতল রংপুর, ময়মনসিংহকে জেতালেন গালিব
মুকিদুল ইসলাম মুগ্ধ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আগের দিনই ৯০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে হারের শঙ্কার মুখে পড়ে গিয়েছিল বরিশাল বিভাগ। তারা দ্বিতীয় ইনিংসে ১৪১ রানের বেশি করতে পারেনি। আগের দিনের অপরাজিত ব্যাটার তাসামুল ইসলাম এদিন ৩৪ রান করে আউট হয়েছেন। এ ছাড়া রুয়েল মিয়া ১৩ ও তানভির ইসলাম ১৯ রান করলে ১৩৬ রানের সহজ লক্ষ্য দাঁড়ায় রংপুর বিভাগের সামনে।

রংপুরের হয়ে দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। পাশাপাশি ৩টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। আর একটি উইকেট পেয়েছেন মেহেদী হাসানকে। ১৩৭ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে রংপুর বিভাগ। তাদের এই লক্ষ্যে খেলতে নেমে কোনো বেগই পায়নি রংপুর।

যদিও শুরুতে ওপেনার জাহিদ জাভেদকে হারায়। ১২ রান করে আউট হয়েছেন তিনি। একপ্রান্ত আগলে রেখে ৯৩ বলে ৮০ রানের ইনিংস খেলে আউট হয়েছেন মিম মোসাদ্দেক। এরপর নবিন ইসলাম ৪২ ও নাসির হোসেন ৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ শেষ করেছেন। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মুগ্ধ।

এদিন আরেকটি ম্যাচের ফল এসেছে। ময়মনসিংহ বিভাগ জয় পেয়েছে ২৫১ রানের বিশাল ব্যবধানে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে। চট্টগ্রাম নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছে মাত্র ৫৯ রানে। চট্টগ্রামের হয়ে দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল ৩ ব্যাটার, সর্বোচ্চ ১৩ রান করেছেন শামীম হোসেন। ১১ রান করেছে শাহাদাত হোসেন ও ১০ রান করেছেন ইরফান শুক্কুর।

একাই ৬ উইকেট নিয়ে ময়মনসিংহের বড় জয় নিশ্চিত করেছেন আসাদুল্লাহ হিল গালিব। তিনি ২১ রানে ৬ উইকেট নেন। ৩টি উইকেট নিয়েছেন শুভাগত হোম। এদিন ২ উইকেটে ৮২ রান নিয়ে দিন শুরু করা ময়মনসিংহ দ্বিতীয় ইনিংসে অল আউট হয় ২৩২ রান নিয়ে। সর্বোচ্চ ৬৬ রান করেছেন আজিজুল হাকিম তামিম।

এর বাইরে আল আমিন জুনিয়র ৩১ রান করেছেন। ৩৩ রান এসেছে ওপেনার নাইম শেখের ব্যাট থেকে। আরেক ওপেনার মাহফিজুল ইসলাম করেছেন ৩৬ রান। আশরাফুল হাসান ৬ উইকেট নিয়েছেন। ৩ উইকেট নেন নাইম হাসান। পাশাপাশি একটি উইকেট পেয়েছেন ইফরান হোসেন।

আরো পড়ুন: জাতীয় ক্রিকেট লিগ