তানজিদ এদিন ১৫১ বলে ১৪০ রানের ইনিংস খেলেন। আর প্রিতম আউট হয়েছেন ১৫১ বলে ১৩৬ রান করে। শেষ দিকে তাওহীদ হৃদয় ৩৮ ও সাব্বির রহমান ১১ রানে অপরাজিত থাকেন। তারা ৫ উইকেট হারানোর পর ইনিংস ঘোষণা করে দেয়।
এরপর ঢাকা বিভাগ নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে ৪ উইকেটে ১০৯ রান করে। দলটির হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন আনিসুল ইসলাম ইমন। আর ৪১ রান করেন তাইবুর রহমান। তাদের সংগ্রহ যখন ৪ উইকেটে ১০৯ তখনই ম্যাচ ড্র ঘোষণা করা হয়। রাজশাহীর বোলারদের মধ্যে একাই ৩ উইকেট নেন নিহাদ উজ্জামান। বাকি একটি উইকেট সানজামুল ইসলামের।
একদিন পরে শুরু হওয়া সিলেট বিভাগ ও খুলনা বিভাগের মধ্যকার ম্যাচটি নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে। আগের দিন ৭ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল তারা। শেষ পর্যন্ত ৩২৩ রানে অল আউট হয়ে যায় তারা।
জবাবে খেলতে নেমে ৪ উইকেটে ২৩৯ রান তুলে ফেলেছে খুলনা বিভাগ। এনামুল হক বিজয় ফিরেছেন মাত্র ১৯ রান করেই। ভালো শুরু পেলেও হাফ সেঞ্চুরির পর ফিরেছেন ইমরানুজ্জামান। তিনি করেন ৫৯ রান। এরপর কালাম সিদ্দিকি ৩০ ও ১১ রান করে সৌম্য সরকার আউট হয়েছেন।
অবশ্য অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৭১ বলে ৫৩ রান নিয়ে অপরাজিত আছেন। তাকে ভালো সঙ্গ দিচ্ছেন আফিফ হোসেন। তিনি অপরাজিত আছেন ৩৮ রান নিয়ে। তাদের দুজনের জুটি ৯৭ রানে অবিচ্ছিন্ন আছে। সিলেটের হয়ে আবু জায়েদ রাহি নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন নাসুম আহমেদ ও শাহানুর রহমান।