promotional_ad

ফরহাদের বিদায়ী ম্যাচে রাজশাহীর জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
আগের দিনই ১৪২ রানের মধ্যে সিলেট বিভাগের ৮ উইকেট তুলে নিয়ে জয়ের পথটা সহজ করে রেখেছিল রাজশাহী বিভাগ। জাতীয় লিগের শেষ রাউন্ডের শেষ দিন সকাল বেলাতেই দ্রুত ২ উইকেট তুলে নিয়ে ৫৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে রাজশাহী।

promotional_ad

নাবিল সামাদ ২ ও সফর আলী ৩ রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিং শুরু করেছিলেন। তবে নাবিলকে ইনিংস বড় করতে দেননি রাজশাহীর ফিল্ডাররা। সিলেট বিভাগের এই ব্যাটার রান আউট হয়েছেন। এরপর নাইম আহমেদ ২ রান করে নহিদা উজ্জামানের শিকার হলে হার নিশ্চিত জয় সিলেটের।


এর মধ্যে দিয়ে নিহাদ ৫ উইকেট তুলে নিয়েছেন। ম্যাচ শেষ করেছেন ২৪ রানে ৫ উইকেট নিয়ে।  এ ছাড়া পেসার শফিকুল ইসলাম নিয়েছেন ৩টি উইকেট। আর একটি উইকেট গেছে মেহরব হোসেনের ঝুলিতে। ২০১ রানের লক্ষ্যে ব্যাট করা সিলেটের রানের অর্ধেকই করেছেন অধিনায়ক অমিত হাসান।


প্রথম ইনিংসে ৫৩ ও দ্বিতীয় ইনিংসে ৭১ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। এবারের জাতীয় লিগে তরুণ এই ব্যাটার বেশ ভালোভাবেই নজর কেড়েছেন। তিনি লিগ শেষ করেছেন ৭৮৫ রান নিয়ে। তার এমন ফর্মের সুবাদে এক রাউন্ড আগেই চ্যাম্পিয়ন হয়েছে সিলেট।


promotional_ad

এদিকে রাজশাহীর জন্য ম্যাচটি বিশেষ কিছু ছিল আরেকটি কারণে। এই ম্যাচ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলেছেন ফরহাদ রেজা। শেষবার ব্যাটিংয়ে নামার আগে দুই দলের ক্রিকেটাররাই তাকে গার্ড অব অনার দিয়েছেন। তবে বিদায়টা সুখকর ছিল না।


আউট হয়েছেন প্রথম বলেই। সিলেটের পেসার সফর আলীর ইনসুইংয়ে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হয়ে আউট হয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৪৪ ম্যাচ খেলেছেন তিনি। ২২৫তম ইনিংসে শূন্য রান করেই ফিরলেন তিনি। ব্যাট হাতে ব্যর্থ হলেও সতীর্থরা তাকে জয় দিয়েই বিদায় দিয়েছেন।


এর আগে প্রথম ইনিংসে ফরহাদের ব্যাট থেকে এসেছিল ৭ রানের ইনিংস। অবশ্য সাব্বির হোসেনের সেঞ্চুরিতে ভর করে ২২৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল রাজশাহী। জবাবে ২১২ রান করে প্রথম ইনিংসে অল আউট হয়েছিল ২১২ রান করে। দ্বিতীয় ইনিংসে রাজশাহী অল আউট হয় ১৮৬ রানে। যদিও তাদের লক্ষ্য ছিল ২০১ রানের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball