
সমালোচনা নিয়ে আমার কিছু বলার নেই: জাকের
আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। পুরো সিরিজটায় সমালোচনা চলছিল জাকের আলী অনিককে নিয়ে। এশিয়া কাপ শুরুর আগে থেকে ফর্মে থাকলেও বাংলাদেশের এই উইকেটরক্ষক গেল এই মেগা ইভেন্টে সেভাবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। চলমান আফগানিস্তান সিরিজেও সেভাবে রান পাননি বাংলাদেশ দলের এই ভারপ্রাপ্ত অধিনায়ক। অবশ্য সমালোচনায়ও কান নেই তার।