বৃষ্টির দিনে শান্তর হাফ সেঞ্চুরি, ১১২ রানে এগিয়ে বাংলাদেশ

ছবি: নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিক মিলে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন, ক্রিকফ্রেঞ্জি

উইকেটে থিতু হয়ে কিভাবে বড় ইনিংস খেলা যায় সেটা নিয়ে কাজ করছেন এমন কথাও জানিয়েছিলেন তিনি। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসেই শান্ত ভুগলেন পুরনো সেই রোগেই। তবে পরের ইনিংসে নিজেকে সামলে নিয়েছেন ভালোভাবেই। শুরুতে আক্রমণাত্বক ব্যাটিংয়ে করলেও পরবর্তীতে টেস্ট মেজাজে ফেরেন বাঁহাতি ব্যাটার। ৭ ইনিংস পর পাওয়া হাফ সেঞ্চুরি টেনেছেন বাংলাদেশকেও।
২৫ বছরেও টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠায় শান্তর আক্ষেপ, নতুন কিছু দেখানোর প্রতিশ্রুতি
১৯ এপ্রিল ২৫
দিনের প্রথম সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার দিনে শেষ বিকেলে খেলা হয়নি আলোকস্বল্পতার জন্য। সিলেটের বৃষ্টিময় দিনে ৬০ রানের ইনিংস খেলে অপরাজিত শান্ত। তাকে সঙ্গ দেয়া জাকের আলী অনিকের ব্যাট থেকে এসেছে ২১ রান। জিম্বাবুয়ের চেয়ে ২৫ রানে পিছিয়ে দিন শুরু করলেও দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে ১১২ রানে। মুমিনুল হকের আক্ষেপ ও মুশফিকুর রহিমের ব্যর্থতার দিনে ৪ উইকেটে ১৯৪ রান তুলেছে স্বাগতিকরা।
সিলেটে সারারাতই বৃষ্টি হয়েছে। সকালে কিছুটা সময়ের জন্য থামলেও সাড়ে ৯ টার পর থেকে আবারও শুরু হয় বৃষ্টি। লম্বা সময় বেরসিক বৃষ্টি হওয়ায় ভেস্তে গেছে দিনের প্রথম সেশন। প্রায় তিন ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর দুপুর একটা নাগাদ মাঠে গড়ায় খেলা। ১৩ ওভারে ১ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল। জিম্বাবুয়ের পেসারদের বাউন্স ভোগালেও সাবধানী ব্যাটিং করতে থাকেন তারা দুজন। ছুঁয়েছেন জুটির হাফ সেঞ্চুরিও।
যদিও ব্লেসিং মুজারাবানির শর্ট বলে পরাস্ত হয়ে ফিরতে হয় জয়কে। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারিতে জয়ের গ্লাভস ছুঁয়ে বল জমা পড়ে প্রথম স্লিপে থাকা ক্রেইগ আরভিনের হাতে। ডানহাতি ব্যাটারকে ফিরতে হয় ৬৫ বলে ৩৩ রানে। একটু পরই জিম্বাবুয়ের বিপক্ষে লিড নেয় বাংলাদেশ। চারে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ছিলেন শান্ত। যদিও শুরুতেই ফিরতে পারতেন তিনি। উইকেটকিপার নিয়াশা মায়াভোর ক্যাচ ছাড়েন উইকেটের পেছনে দাঁড়িয়ে।

শান্তর পাশাপাশি বাংলাদেশকে টানতে থাকেন মুমিনুলও। ৫৯ বলে তারা দুজন ছুঁয়েছেন জুটির পঞ্চাশ। তবে নিজের হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি মুমিনুলের। ভিক্টর নিয়াচির শর্ট ডেলিভারিতে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ৪৭ রানের ইনিংস খেলা বাঁহাতি ব্যাটার। প্রথম ইনিংসে অবশ্য হাফ সেঞ্চুরি পেয়েছিলেন মুমিনুল। বাংলাদেশের সাবেক অধিনায়কের বিদায়ে ভাঙে ৬৫ রানের জুটি।
তবুও মুশফিককে নিয়ে চিন্তিত নন মুমিনুল
২৪ মিনিট আগে
প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া মুশফিক এবারও ফিরেছেন দ্রুতই। চা বিরতির আগে মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন ৪ রানে। মুশফিক আউট হওয়ার পর ৮৪ বলে হাফ সেঞ্চুরি করেন শান্ত। পঞ্চাশ ছোঁয়ার পর একটু দেখেশুনে খেলতে থাকেন তিনি। তাকে সঙ্গ দেন জাকের। তারা দুজনে মিলেই দিনের খেলা শেষ করেছেন। আলোকস্বল্পতার কারণে আগেভাগে খেলা শেষ হওয়ায় চতুর্থ দিন ম্যাচ শুরু হবে ১৫ মিনিট আগে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১৯১/১০ (৬১ ওভার) (মুমিনুল ৫৬, শান্ত ৪০; মাসাকাদজা ৩/২১, মুজারাবানি ৩/৫০)
জিম্বাবুয়ে (প্রথম ইনিংস)- ২৭৩/১০ (৮০.২ ওভার) (উইলিয়ামস ৫৯, বেনেট ৫৭, মায়াভো ৩৫; মিরাজ ৫/৫২)
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ১৯৪/৪ (৫৭ ওভার) (সাদমান ৪, জয় ৩৩, মুমিনুল ৪৭, শান্ত ৬০*, মুশফিক ৪, জাকের ২১*)
বিস্তারিত আসছে...