যদিও আফগানদের বিপক্ষে ম্যাচে দারুণ শুরুর পরেও জাকের আলী অনিকের বাজে ফিনিশিংয়ে ১৭০ রান না করতে করা কিংবা পঞ্চম বোলিং অপশনের জন্য কোনো বিশেষজ্ঞ বোলার না খেলানোয় টাইগারদের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মিসবাহ উল হক ও শোয়েব মালিক।
সুপার ফোরে উঠলে বাংলাদেশকে কোন কোন জায়গার উন্নতি করতে হবে সে বিষয়টি নিয়ে কথা বলেছেন তারা। আফগানদের বিপক্ষে টস জিতে দুই ওপেনারের সুবাদে দারূণ সূচনা পায় বাংলাদেশ। এক সময় ১০ ওভার শেষে এক উইকেটে ৮৭ রানে থেকে শেষ পর্যন্ত ১৫৪ রানের পুজি পায় টাইগাররা।
ফিনিশিং রোলে জাকের আলী অনিক করেন ১৩ বলে মাত্র ১২ রান। শেষ দুই ওভারে খেলা ছয়টি বলের মধ্যে পাঁচটিই ডটবল খেলেন, কিছু বল তো ব্যাটেই লাগাতে পারেননি তিনি। আর তা নিয়ে কঠোর সমালোচনা করেছেন মিসবাহ। শেষ তিন ওভারে ব্যাটে বল না লাগানো অপরাধ বলে মনে করেন তিনি।
মিসবাহ বলেন, 'ঠিক আছে জাকের বল মারতে পারছে না। কিন্তু এটা অপরাধ যে আপনি তিন ওভারে শুধু বল মিসই করে গেলেন। স্লোয়ার বল কিপারের কাছে যাচ্ছে, একটু সামনে বল দিলে সেটাও আপনি মিস করছেন। ফিনিশার হিসেবে আপনি বল মারতে চাইবেন ঠিক আছে, কিন্তু ব্যাটার হিসেবে বল ব্যাটে লাগা জরুরী। এক রান তো আপনি যেকোনো জায়গায় খেললে পাবেন। একটু ফাঁকা জায়গায় খেললে দুই রানও নেয়া যায়। পুরোপুরি পরাস্ত হলে তো বল আর রানও সমান হবে না।"
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মালিক মনে করেন জাকেরের অফস্টাম্পের বাইরের বলে দুর্বলতা আছে। এই ব্যাটার শুধু মাঠের একপ্রান্তে খেলেন। জাকেরকে মাঠের বিভিন্ন দিকে খেলার পরামর্শ দিয়েছেন তিনি।
মালিক বলেন, 'মাঠের একপ্রান্তে খেলে জাকের যদি মনে করে রান আসতে থাকবে, সেটা আসলে হবে না। অফস্টাম্পের বাইরে তাকে বোলিং করা শুরু করে। আমরা দেখেছি, শেষের চার ওভারে সেট ব্যাটার হিসেবে আপনি খেলছেন, কিন্তু বল ব্যাটে লাগাতে পারলেন না। মানে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে। ওটা ঠিক করতে হবে। আপনার কাছে পুরো মাঠ আছে, যেখানে বল আসে সেখানে খেলেন।'
'জাকের আলীকে ওরা ফিনিশার বলে। কিন্তু তাকেও চিন্তা করতে হবে ক্রস এঙ্গেলেই মিড উইকেটের দিকে রান আসবে না। তাকে চিন্তা করতে হবে, আপনার বিপরীতে অনেক এনালিস্ট কাজ করে, বিশ্লেষণ হয় গেম প্ল্যান নিয়ে, আপনাকে কাভারেও খেলা শুরু করতে হবে।'
এই ম্যাচে বাংলাদেশ পঞ্চম বোলিং অপশনে শামীম হোসেন ও সাইফ হাসানকে দিয়ে চার ওভার করিয়েছে। এই ওভার গুলো থেকে ৫৫ রান নিয়েছে আফগান ব্যাটাররা। পঞ্চম বোলার না থাকার কড়া সমালোচনা করেন মালিক।
'বাংলাদেশের পঞ্চম বোলার যারা ছিল শামীম বা সাইফ। এদের আমি পঞ্চম বোলার বলব না, এদের সপ্তম বা অষ্টম বোলার বলব। সাইফকে তো আপনি ঠিক ব্যাটিং অলরাউন্ডারও বলতে পারবেন না। এদের কেউই আসলে পঞ্চম বোলার না।'
একই বিষয়ে মিসবাহ বলেন, 'এখানে তো ৪ ওভারই ঠিকমতো হচ্ছে না। আজও ৫৫ রান হয়ে গেছে এদের। আফগানিস্তান আজকে সুবিধা করতে পারেনি, যদি দুজন সেট ব্যাটার খেলত, আরো বেশি রান দিত।'