টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগোলেন তানজিদ

ছবি: র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে গেছেন তানজিদ হাসান তামিম, ফাইল ফটো

শারজাহতে সিরিজের প্রথম ম্যাচে ৯ বলে ১০ রানের ইনিংস খেললেও দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফিরে যান তানজিদ। বাংলাদেশ ম্যাচটি হারলেও ৩৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেন এই ওপেনার যেখানে ছিল আটটি চার ও তিনটি ছক্কার মার। এই ইনিংসেই র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি।
কানাডা সুপার সিক্সটিতে মিরাজ-তানজিদের নাম
২০ এপ্রিল ২৫
র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন লিটন দাস, জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়ও। সিরিজে ১১ ও ৪০ রান করা লিটন এক ধাপ এগিয়ে আছেন ৪৯ নম্বরে। দুই ম্যাচে ১৩ ও ১৮ রান করা জাকের এগিয়েছেন ছয় ধাপ, তার অবস্থান এখন ৮২ তে। হৃদয়ও এক ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন।

প্রথম ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন পারভেজ হোসেন ইমন। ৯টি ছক্কা ও পাঁচটি চারে সাজানো ১০০ রানের ইনিংসটি চোখ ধাঁধানো হলেও তিনি এখনও র্যাঙ্কিংয়ের সেরা একশ’র মধ্যে জায়গা করে নিতে পারেননি।
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের পুঁজি ১৬২
৫৪ মিনিট আগে
অন্যদিকে দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে এগিয়েছেন আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। প্রথম ম্যাচে তিনি করেন ৫৪ এবং দ্বিতীয় ম্যাচে ৮২ রান। দুই হাফ সেঞ্চুরিতে তিনি এগিয়েছেন আট ধাপ, এখন অবস্থান ১৯তম। তার সতীর্থ আসিফ খান ১১ ধাপ এগিয়ে এখন ৮৮তম স্থানে।
বোলারদের তালিকায় উন্নতি করেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। প্রথম ম্যাচে দুই উইকেট নেয়া মুস্তাফিজ এগিয়ে ২৫তম স্থানে। দুই ম্যাচে তিন উইকেট নেয়া তানজিম এখন ৪০ নম্বরে, আর শরিফুল দ্বিতীয় ম্যাচে দুই উইকেট নিয়ে ৭৬ নম্বরে উঠে এসেছেন।
সপ্তাহিক হালনাগাদ অনুযায়ী, টি-টোয়েন্টির ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। বোলারদের তালিকায় এগিয়ে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের হার্দিক পান্ডিয়া।