‘বিপিএলের আগেই ফিক্সিংয়ে অভিযুক্তদের শাস্তি দেয়া হবে’
বিপিএলের আগামী আসরের আগেই স্পট ফিক্সিংয়ে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে চেয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। এমন কী ১৭ নভেম্বর হতে যাওয়া ড্রাফটেও তাদের না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। তবে পুরনো অবস্থান বদলে বিপিএলের আগামী আসরে অভিযুক্তদের খেলার সবুজ সংকেত দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানালেন, বিপিএলের আগেই অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে।