
বাটলারের অপরাজিত ৯৭, গুজরাটের ৭ উইকেটের জয়
দিল্লি ক্যাপিটালসের দেয়া ২০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্স। দারুণ খেলে সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও বাটলার ৫৪ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রেখেছেন। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে গুজরাট। ৭ ম্যাচে ৫ জয়ে তাদের পয়েন্ট ১০।