স্যামসনকে নিয়ে বিতর্কের জবাব দিলেন দ্রাবিড়

সাঞ্জু স্যামসনকে (ডানে) নিয়ে বিতর্কের জবাব দিলেন রাহুল দ্রাবিড় (বামে), ফাইল ফটো
অধিনায়ক সাঞ্জু স্যামসনকে নিয়ে বিতর্ক দেখা দিয়েছে রাজস্থান রয়্যালস শিবিরে। দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে যাওয়ার পর পাশে থাকা সত্ত্বেও দলীয় বৈঠকে (টিম হাডল) যোগ দেননি স্যামসন। এমনকি কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও তাকে কথা বলতে দেখা যায়নি। এসব নিয়েই প্রশ্ন উঠেছে ভারতের গণমাধ্যমে, যা নিয়ে খোলাসা করেছেন স্বয়ং দ্রাবিড়।

promotional_ad

দিল্লির বিপক্ষে ম্যাচটির পরের একটি ভিডিওকে ঘিরে যাবতীয় জল্পনার উৎপত্তি। ম্যাচের পর দ্রাবিড়, সাইরাজ বাহুতুলে এবং কোচিং স্টাফের বাকি সদস্য ও ক্রিকেটারেরা একসঙ্গে ‘টিম হাডল’ করছিলেন। গোল হয়ে দাঁড়িয়ে এ রকম আলোচনায় স্যামসন পাশে থাকলেও যোগ দেননি।


আরো পড়ুন

কেরালা লিগে ইতিহাস সেরা দামে ব্লু টাইগার্সে স্যামসন

৫ জুলাই ২৫
সাঞ্জু স্যামসন, ফাইল ফটো

দ্রাবিড়ের সঙ্গে কথা বলতেও দেখা যায়নি তাকে। এতেই ভারতের গণমাধ্যমের খবর দলের মধ্যে ফাটল ধরেছে। দেশটির মিডিয়া জানাচ্ছে, রাজস্থান গুয়াহাটিতে খেলতে যাক তা চাননি স্যামসন। যদিও তার দল সেই কথা শোনেনি।


promotional_ad

এদিকে সহ-অধিনায়ক রিয়ান পরাগকে আগামী দু’বছরের মধ্যে পাকাপাকি ভাবে অধিনায়ক বানানোর পরিকল্পনা করছে রাজস্থান। যে ভাবে সেই প্রক্রিয়া চলছে তাতেও নাকি অবাক হচ্ছেন স্যামসন। দ্রাবিড়ের পরামর্শেই এমনটা হচ্ছে বলে খবর প্রকাশ করছে ভারতের গণমাধ্যম।


আরো পড়ুন

দ্রাবিড়কে ছাড়িয়ে ক্রিম্পস অ্যান্ড পপ কেনার পেন্স ও স্লিপ ফিল্ডিং শুরুর গল্প শোনালেন রুট

১২ জুলাই ২৫
বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে কারুন নায়ারের দুর্দান্ত ক্যাচ নিয়ে রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন জো রুট

এসব বিতর্ক নিয়ে দ্রাবিড় বলেন, 'আমি জানি না কোথা থেকে এ সব খবর রটছে। এটুকু বলতে পারি, আমাদের ভাবনাচিন্তা একই। দলে যারা সিদ্ধান্ত নেয়, তার অবিচ্ছেদ্য অংশ সাঞ্জু। ওর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। সব ধরনের আলোচনা এবং সিদ্ধান্তে অংশ নেয় সাঞ্জু। যা রটানো হচ্ছে সেটা ভিত্তিহীন। এ সব নিয়ে আমাদের কিছু করার নেই।'


দ্রাবিড় আরও বলেন, 'দলের আত্মবিশ্বাস ভালো জায়গাতেই রয়েছে। তবে অনেকেই বুঝতে পারেন না যে, কোনও ক্রিকেটার খারাপ খেললে তার মানসিকতা কোন জায়গায় থাকে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball