স্যামসনকে নিয়ে বিতর্কের জবাব দিলেন দ্রাবিড়

ছবি: সাঞ্জু স্যামসনকে (ডানে) নিয়ে বিতর্কের জবাব দিলেন রাহুল দ্রাবিড় (বামে), ফাইল ফটো

দিল্লির বিপক্ষে ম্যাচটির পরের একটি ভিডিওকে ঘিরে যাবতীয় জল্পনার উৎপত্তি। ম্যাচের পর দ্রাবিড়, সাইরাজ বাহুতুলে এবং কোচিং স্টাফের বাকি সদস্য ও ক্রিকেটারেরা একসঙ্গে ‘টিম হাডল’ করছিলেন। গোল হয়ে দাঁড়িয়ে এ রকম আলোচনায় স্যামসন পাশে থাকলেও যোগ দেননি।
ম্যাচ হারের পর স্যামসনের ২৪ লাখ রুপি জরিমানা
১০ এপ্রিল ২৫
দ্রাবিড়ের সঙ্গে কথা বলতেও দেখা যায়নি তাকে। এতেই ভারতের গণমাধ্যমের খবর দলের মধ্যে ফাটল ধরেছে। দেশটির মিডিয়া জানাচ্ছে, রাজস্থান গুয়াহাটিতে খেলতে যাক তা চাননি স্যামসন। যদিও তার দল সেই কথা শোনেনি।

এদিকে সহ-অধিনায়ক রিয়ান পরাগকে আগামী দু’বছরের মধ্যে পাকাপাকি ভাবে অধিনায়ক বানানোর পরিকল্পনা করছে রাজস্থান। যে ভাবে সেই প্রক্রিয়া চলছে তাতেও নাকি অবাক হচ্ছেন স্যামসন। দ্রাবিড়ের পরামর্শেই এমনটা হচ্ছে বলে খবর প্রকাশ করছে ভারতের গণমাধ্যম।
এসব বিতর্ক নিয়ে দ্রাবিড় বলেন, 'আমি জানি না কোথা থেকে এ সব খবর রটছে। এটুকু বলতে পারি, আমাদের ভাবনাচিন্তা একই। দলে যারা সিদ্ধান্ত নেয়, তার অবিচ্ছেদ্য অংশ সাঞ্জু। ওর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। সব ধরনের আলোচনা এবং সিদ্ধান্তে অংশ নেয় সাঞ্জু। যা রটানো হচ্ছে সেটা ভিত্তিহীন। এ সব নিয়ে আমাদের কিছু করার নেই।'
দ্রাবিড় আরও বলেন, 'দলের আত্মবিশ্বাস ভালো জায়গাতেই রয়েছে। তবে অনেকেই বুঝতে পারেন না যে, কোনও ক্রিকেটার খারাপ খেললে তার মানসিকতা কোন জায়গায় থাকে।'