promotional_ad

২ কোটি ২০ লাখ রুপিতে চেন্নাইয়ে ব্রেভিস

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে ডেওয়াল্ড ব্রেভিসের, ফাইল ছবি
চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ থেকে ছিটকে গেছেন পেসার গুরজাপনীত সিং। ২৬ বছর বয়সী বাঁহাতি পেসারের বদলি হিসেবে ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। সাউথ আফ্রিকার তরুণ ব্যাটারকে দলে নেয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

promotional_ad

আইপিএলের মেগা নিলাম থেকে ২ কোটি ২০ লাখ রুপিতে গুরজাপনীতকে দলে নিয়েছিল চেন্নাই। তবে চোটের কারণে ছিটকে যাওয়ার আগে পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে ম্যাচ খেলার সুযোগ মেলেনি তামিলনাডু পেসারের। টুর্নামেন্টের অনেকটা সময় বাকি থাকায় গুরজাপনীতের বদলি নিতে হয়েছে চেন্নাইকে। বিদেশি একজন ক্রিকেটারের জায়গা থাকায় বাঁহাতি পেসারের বদলে ব্রেভিসকে নিয়েছে তারা।


আরো পড়ুন

টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য হ্যাম্পশায়ারে ব্রেভিস

২৮ মার্চ ২৫
ফাইল ছবি

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা থাকলেও সবশেষ মেগা নিলামে অবিক্রিত ছিলেন ব্রেভিস। ২১ বছর বয়সী সাউথ আফ্রিকান ব্যাটার এখন পর্যন্ত ৮১ টি-টোয়েন্টি খেলে ১ হাজার ৭৮৭ রান করেছেন। যেখানে সর্বোচ্চ ১৬২ রানের ইনিংসও আছে ‘বেবি এবি’ পরিচিতি পাওয়া ব্রেভিস। ২০২৩ সালে সাউথ আফ্রিকার হয়ে অভিষেকও হয়েছে তার। যদিও দুটির বেশি ম্যাচ খেলা হয়নি।


২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত মুম্বাইয়ের জার্সিতে ১০ ম্যাচ খেলেছেন ব্রেভিস। ২৩ গড় ও ১৩৩.৭২ স্ট্রাইক রেটে ২৩০ রান করেছেন। এমন পারফরম্যান্সের পর সবশেষ মেগা নিলামে অবিক্রিত ছিলেন ৭৫ লাখ ভিত্তিমূল্যে ডানহাতি এই ব্যাটার। আইপিএলে সুযোগ না পেলেও বিশ্বের বিভিন্ন লিগে নিয়মিত খেলে বেড়াচ্ছেন তিনি। সাউথ আফ্রিকার এসএ২০ লিগ ও মেজর লিগ ক্রিকেটে মুম্বাই ফ্র্যাঞ্চাইজিতেই খেলছেন ব্রেভিস।


promotional_ad



আরো পড়ুন

১১ বলে ২৬, ম্যাচসেরা হয়ে অবাক ধোনি

১৫ এপ্রিল ২৫
১১ বলে অপরাজিত ২৬ রান করেন ধোনি

এ ছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলেছেন তিনি। এসএ২০ লিগের সবশেষ আসরে ২৯১ রান করেছিলেন ১৮৪.১৭ স্ট্রাইক রেটে। ফাইনালেও ১৮ বলে ৩৮ রান করেছিলেন তরুণ এই ব্যাটার। ব্রেভিসের এমন পারফরম্যান্সে প্রথমবারের মতো শিরোপা জিতেছে এমআই কেপটাউন। ঘরোয়া ক্রিকেটেও ব্যাট হাতে ছন্দে আছেন সাউথ আফ্রিকান এই ক্রিকেটার।


টাইটান্সের জার্সিতে ওয়ানডে এবং প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন ব্রেভিস। ফিয়ারলেস ক্রিকেটের পাশাপাশি উইকেটের চারিদিকে শট খেলতে পারায় তাকে ডাকা হয়ে থাকে ‘বেবি এবি’ হিসেবে। ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি হলেও দারুণ ছন্দে থাকা ব্রেভিসকে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই। চলতি মৌসুমে এটি তাদের দ্বিতীয় রিপ্লেসমেন্ট।


কনুইয়ে চোট পাওয়া আইপিএল থেকে ছিটকে গেছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ডানহাতি ব্যাটারের জায়গায় চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। রুতুরাজের বদলে অবশ্য মুম্বাইয়ের ব্যাটার আয়ুশ মাত্রেকে। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে চেন্নাই। ২০ এপ্রিল তাদের পরের ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ওয়াংখেড়েতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball