‘রিশাদের পারফরম্যান্স বাংলাদেশিদের উপর ফ্র্যাঞ্চাইজিদের বিশ্বাস বাড়াবে’

ছবি: ৬ উইকেট নিয়ে পিএসএলে ফজল মাহমুদ ক্যাপের মালিক এখন রিশাদ হোসেন, লাহোর কালান্দার্স

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ১৪ উইকেট নিয়ে আলোচনায় এসেছিলেন রিশাদ। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ্বকাপে এমন পারফর্ম করে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেয়েছিলেন তিনি। ন্যাশনাল টরেন্টোর হয়ে খেলার কথা থাকলেও ভিসা জটিলতায় কানাডায় যেতে পারেননি ডানহাতি এই লেগ স্পিনার। পরবর্তী জিম-আফ্রো টি-টেন লিগে হারারে বোল্টসের হয়ে খেলার কথা থাকলেও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ভাবনায় যাননি রিশাদ।
হোবার্ট হ্যারিকেন্সের হয়েই জিএসএলে খেলতে চান রিশাদ
৯ ঘন্টা আগে
সবশেষ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও দল পেয়েছিলেন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ড্রাফট থেকে দল পাওয়া রিশাদের খেলার কথা ছিল হোবার্ট হারিকেন্সের হয়ে। যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে সূচির সাংঘর্ষিক হওয়ায় বিগ ব্যাশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। পিএসএল দিয়ে অবশেষে প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার স্বপ্ন পূরণ হয়েছে রিশাদের। লাহোরের হয়ে এখন পর্যন্ত পারফরম্যান্সে প্রত্যাশাও মিটিয়েছেন তিনি।
প্রথম ম্যাচে সুযোগ না পেলেও পরবর্তীতে কোয়েটার সঙ্গে ৩১ রানে ৩ উইকেট নিয়েছিলেন ডানহাতি লেগ স্পিনার। নিজের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ২৬ রান খরচায় শিকার করেছেন ৩ উইকেট। রিশাদের এমন পারফরম্যান্সে স্বস্তি দিচ্ছে বাংলাদেশি সমর্থকদের। বেশিরভাগের ধারণা, এভাবে পারফর্ম করতে থাকলে বিদেশি লিগে গ্রহণযোগ্যতা বাড়বে রিশাদের। হান্নান সরকার অবশ্য ভাবছেন পুরো বাংলাদেশের ক্রিকেটের কথা।

ক্রিকেটীয় মান পিছিয়ে থাকার পাশাপাশি এনওসি সমস্যায় বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগেই ব্রাত্য থাকেন বাংলাদেশের ক্রিকেটাররা। আইপিএলে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমনরা ভালো খেলায় তাসকিন আহমেদ, নাহিদ রানা, লিটন দাসদের প্রতি আগ্রহ বাড়ে ফ্র্যাঞ্চাইজিদের। হান্নান সরকার মনে করেন, রিশাদের পারফরম্যান্সে দেশের ক্রিকেটারদের প্রতি বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর বিশ্বাস বাড়বে। সেই সুযোগ সুযোগও বাড়বে বলে জানান তিনি।
‘আমার বাংলাদেশি ভাই কোথায়? আমি তোমাকে ভালোবাসি রিশাদ’
১৬ এপ্রিল ২৫
মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হান্নান বলেন, ‘আমার খুবই ভালো লাগছে। আসলে শুধু রিশাদের পারফরম্যান্স না আমাদের দেশি যেকোনো খেলোয়াড়ই যখন ফ্র্যাঞ্চাইজি লিগে ভালো খেলে তার ফলাফলটা ভবিষ্যতে আমাদের ভালো কাজে লাগে। আপনি দেখবেন সাকিব-মুস্তাফিজ আইপিএলে ভালো খেলার পরে আইপিএলে আমাদের আরও কিছু খেলোয়াড়কে নিয়ে চিন্তা-ভাবনা করেছিল, সুযোগ পেয়েছিল। ঠিক একইভাবে রিশাদের এই ভালো করাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বিশাল একটা পাওয়া। আমি নিশ্চিত বাংলাদেশি খেলোয়াড়দের উপর বিশ্বাস বাড়বে।’
‘রিশাদের এমন পারফরম্যান্সে পিএসএল কিংবা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজিগুলো চিন্তা করবে বাংলাদেশের খেলোয়াড়দের দিকে তাকানো যায়, তাদেরকে নেয়া যায়। রিশাদের পারফরম্যান্স রিশাদের জন্য যতটা না ভালো হয়েছে আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা একটা বিশাল পাওয়া। কারণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ। একজন খেলোয়াড়কে নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। রিশাদের পারফরম্যান্স যেমন উপভোগ করছি, আরও ভালো লাগছে বাংলাদেশের ক্রিকেটে এটা একটা ইতিবাচক ইমপ্যাক্টও রাখবে।’
দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে পিএসএলে সবার উপরে আছেন রিশাদ। করাচির বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশের লেগ স্পিনারের মাথায় পড়িয়ে দেয়া হয় সর্বোচ্চ উইকেটশিকারির ফজল মাহমুদ ক্যাপ। রিশাদের সমান ৬ উইকেট নিয়েছেন আবরারও। তবে ইকনোমি রেট ও গড়ে পিছিয়ে থাকায় সেরার জায়গায়টা হারিয়েছেন রিশাদের কাছে। লাহোরের পরের ম্যাচ ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে।