সুপার ওভারে জয়সাওয়ালকে না দেখে অবাক হয়েছেন অক্ষর-স্টার্ক

ছবি: উইকেট নেয়ার পর স্টার্কের সঙ্গে দিল্লি ক্রিকেটারদের উদযাপন, আইপিএল

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামে রাজস্থান। এই সময়ে তারা দুই ডান-হাতি ব্যাটারদের ব্যাট করতে পাঠায়। ফর্মে থাকা মিচেল স্টার্কের মুখোমুখি হওয়ার জন্য ডানহাতি ও বামহাতি ব্যাটার না পাঠানো দলটির বড় ভুল ছিল। সুপার ওভারে রাজস্থানের হয়ে ব্যাটিং করতে নামেন রিয়ান পরাগ ও শিমরন হেটমায়ার।
স্যামসনকে নিয়ে বিতর্কের জবাব দিলেন দ্রাবিড়
৩১ মিনিট আগে
মূল ম্যাচেও শেষ ওভারে মাত্র ৯ রান দিয়ে ম্যাচ টাই করেছিলেন স্টার্ক। সুপার ওভারে ১১ রানেই রাজস্থানকে আটকে দেন স্টার্ক। ১২ রানের লক্ষ্য মাত্র ৪ বলেই পেরিয়ে গেছে দিল্লি। ম্যাচের পরে মিচেল স্টার্ক জানান, সুপার ওভারের শুরুতে রাজস্থানের বাঁহাতি ব্যাটার পাঠানো দেখে তিনি চমকে গিয়েছিলেন।
তিনি বলেন, ‘আমার অ্যাঙ্গেলের কারণে বল ইন-সুইং করছিল, তাই ডান-হাতি ব্যাটারদের আসা কিছুটা বিস্ময়ের ছিল। একটা সাইডলাইন নো-বল ছাড়া সব বল নিয়ন্ত্রণে ছিল। এরপর আমাদের ব্যাটিং গভীরতা কাজ দিয়েছে।’

স্টার্ক ‘ম্যাজিকের’ পর সুপার ওভারে জিতল দিল্লি
১৭ এপ্রিল ২৫
যদিও পরাগের আউটের সুবাদে ব্যাটিংয়ে নামার সুযোগ পেয়েছিলেন জয়সাওয়াল। তবে কোনো বলই মোকাবেলা করতে পারেননি তিনিও। উল্টো রান আউট হয়ে মাঠ ছেড়েছেন। শুরুতে জয়সাওয়ালকে না দেখে অবাক হয়েছেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেলও।
তিনি বলেছেন, ‘আমি ভেবেছিলাম সুপার ওভারে যশস্বী জসওয়াল ব্যাট করতে আসবে। কিন্তু যাই হোক না কেন, এটা আমাদের জন্য ভালো হয়েছিল (হাসি)।’
ম্যাচ শেষে নিতিশ রানা জানিয়েছেন তাকে সুপার ওভারে না পাঠানোর সিদ্ধান্ত সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের। তিনি বলেন ‘এটা কারো একার সিদ্ধান্ত নয়। অধিনায়ক, কোচ ও দুই সিনিয়র প্লেয়ার মিলে সিদ্ধান্ত নেয়। যদি হেটমায়ার দুটো ছক্কা মারত, তাহলে এই প্রশ্নই উঠত না। সে আমাদের ফিনিশার, এটা সকলেই জানে।’
স্টার্কের বোলিংয়ের প্রশংসা করে রানা আরও বলেন, ‘অনেক দিন পর কেউ এত ভালো ডেথ ওভার বোলিং করল, বিশেষ করে আইপিএলে। তার বোলিংই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে।’