
কলকাতার পরবর্তী প্রধান কোচ হওয়ার ইঙ্গিত দিলেন নায়ার
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান কোচ হিসেবে আর থাকছেন না চন্দ্রকান্ত পণ্ডিত। টানা তিন বছর দায়িত্ব সামলানোর পর সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে আগামী আইপিএলের আগে নতুন কোচ খুঁজতে হচ্ছে কলকাতাকে।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান কোচ হিসেবে আর থাকছেন না চন্দ্রকান্ত পণ্ডিত। টানা তিন বছর দায়িত্ব সামলানোর পর সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে আগামী আইপিএলের আগে নতুন কোচ খুঁজতে হচ্ছে কলকাতাকে।
চতুর্থ মৌসুম শুরুর আগে উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) ফ্র্যাঞ্চাইজি ইউপি ওয়ারিয়র্স দলটি নতুন প্রধান কোচ হিসেবে অভিষেক নায়ারকে নিয়োগ দিয়েছে। তিনি জন লুইসের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি প্রথম তিনটি মৌসুমে দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।
মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতার পর ভারতের জাতীয় দলের চাকরি মেলে গৌতম গম্ভীরের। ভারতের সাবেক ওপেনারের সুপারিশে জাতীয় দলের কোচিং প্যানেলে চাকরি পান কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ারও। তবে ৮ মাস পরই চাকরি হারিয়েছেন তিনি। জাতীয় দলের চাকরি হারানোর দুদিনের মাঝেই সহকারী কোচ হিসেবে কলকাতার ডাগআউটে ফিরেছেন অভিষেক। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ভারতীয় জাতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারের চুক্তি বাতিল করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। গত জুলাই মাসে তাকে ভারতীয় দলের সহকারী কোচের দায়িত্ব দেয়া হয়েছিল, কিন্তু এক বছরের মধ্যেই তাকে সরিয়ে দেয়া হলো।