রোহিতদের কোচ নায়ারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই

ছবি: রোহিত শর্মা, গৌতম গম্ভীরের সঙ্গে অভিষেক নায়ার

গত বছর টেস্ট ক্রিকেটে ভারতের বাজে পারফরম্যান্সের পরই নায়ারকে নিয়ে কানাঘুষা শুরু হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হার এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ ব্যবধানে হার নায়ারের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি বাতিলে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
‘কিছু লোক সবসময়ই ছিচকাঁদুনে’, সমালোচকদের গম্ভীরের কড়া জবাব
৫ মার্চ ২৫
ভারতীয় দল অস্ট্রেলিয়া থেকে ফেরার পরেই বিসিসিআই প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনায় বসেছিল। সেখানে উপস্থিত ছিলেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার এবং বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া।

কোচ হিসেবে খুব বেশি অভিজ্ঞ না হলেও গৌতম গম্ভীরের অনুরোধে তাকে ভারতীয় দলের সহকারী কোচ করা হয়েছি। গম্ভীরের সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিন বছরের চুক্তি করা হলেও নায়ারের চুক্তির মেয়ার সেই সময় প্রকাশ করেনি বিসিসিআই। দুজনে এর আগে কলকাতা নাইট রাইডার্সে এক সঙ্গে কাজ করেছেন।
এমনকি দশ বছর পর ফ্র্যাঞ্চাইজিটিকে তৃতীয় আইপিএল শিরোপা জিততে সাহায্য করেছেন। এর বাইরে নায়ার কখনই ঘরোয়া ক্রিকেটে কোচিং করেননি, তবে রোহিত শর্মা, দিনেশ কার্তিক, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কাটেস আইয়ার এবং অংকৃষ রঘুবংশীর মতো আন্তর্জাতিক ও অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কাজ করেছেন তিনি বিভিন্নসময়।
গত জানুয়ারিতে নায়ারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা শুরু হয়। বিসিসিআই ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের আগে সৌরাষ্ট্রের সাবেক ব্যাটার সিতাংশু কোটাককে ব্যাটিং কোচ নিয়োগ করে। কোটাক ও নায়ার উভয়েই গম্ভীরের কোচিং স্টাফের অংশ হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে গিয়েছিলেন। তাদের সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ রায়ান টেন ডাসকাট ও ফিল্ডিং কোচ টি দিলিপও।
সেই স্টাফদের মধ্যে থেকে সরিয়ে দেয়া হচ্ছে ফিল্ডিং কোচ টি দিলীপ ও স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইকে। মূলত তাদের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এই দুজনের সঙ্গে আর চুক্তি নবায়ন করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের সেটা জানিয়ে দেয়া হয়েছে।