কলকাতার পরবর্তী প্রধান কোচ হওয়ার ইঙ্গিত দিলেন নায়ার

ফ্র্যাঞ্চাইজি লিগ
কলকাতার পরবর্তী কোচ হওয়ার ইঙ্গিত দিলেন নায়ার
অভিষেক নায়ার, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান কোচ হিসেবে আর থাকছেন না চন্দ্রকান্ত পণ্ডিত। টানা তিন বছর দায়িত্ব সামলানোর পর সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে আগামী আইপিএলের আগে নতুন কোচ খুঁজতে হচ্ছে কলকাতাকে।

কে হবেন নতুন কোচ? একটা ইঙ্গিত দিয়েছেন দলের সহকারী কোচ অভিষেক নায়ার। মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণার সময় একটি টিভি আলোচনায় এসে তিনি জানান, আগামী আইপিএলে কলকাতার সিদ্ধান্তগুলো তাকে নিতে হতে পারে।

এই মন্তব্য থেকেই জল্পনা শুরু হয়েছে, নায়ার কি তাহলে কলকাতার প্রধান কোচ হচ্ছেন? কেননা কলকাতার মেন্টরের দায়িত্বে আছেন ডোয়াইন ব্রাভো, তাই নায়ারের মেন্টর হওয়ার সম্ভাবনা একেবারেই কম। এ কারণে তার কোচ হওয়ার দিকেই বেশি ইঙ্গিত মিলছে।

নায়ার দীর্ঘদিন ধরে কলকাতার সঙ্গে আছেন। ব্যাটিং কোচ ও সহকারী কোচ হিসেবে কাজ করেছেন লম্বা সময়। মাঝখানে ভারতীয় দলে সহকারী কোচ হিসেবেও ছিলেন, তবে বেশি দিন থাকেননি। পরে আবার কলকাতায় ফিরে আসেন আগের পদেই।

সম্প্রতি নারী আইপিএলে ইউপি ওয়ারিয়র্স দলেরও কোচ হয়েছেন নায়ার। তাই কেকেআরের কোচ হলে দুটো দলের দায়িত্ব একসঙ্গে সামলাতে হবে তাকে। সেটা ম্যানেজমেন্ট মেনে নেবে কি না, তা অবশ্য এখনই পরিষ্কার নয়।

২০১২ এবং ২০১৪ সালের পর ২০২৪ সালের আইপিএল জেতে কলকাতা। শেষবারও দলে ছিলেন নায়ার, তবে সহকারী কোচ হিসেবে। এবার যদি প্রধান কোচের দায়িত্ব পান তার কাছে আরেকটি শিরোপা চাইবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি।

আরো পড়ুন: অভিষেক নায়ার