দীপ্তিদের প্রধান কোচের দায়িত্বে অভিষেক নায়ার

ছবি: অভিষেক নায়ার ও আজিঙ্কা রাহানে

লুইসের কোচিংয়ে ইউপি ওয়ারিয়র্সের সবচেয়ে বড় সাফল্য ছিল ২০২৩ মৌসুমে এলিমিনেটরে পৌঁছানো। এদিকে এক বিবৃতিতে ইউপি ওয়ারিয়র্স অভিষেকের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। তার অভিজ্ঞতা দলটি কাজে লাগাতে মুখিয়ে আছে বলেও জানিয়েছে।
তারা বিবৃতিতে লিখেছে, 'ভারতের ক্রিকেটের একজন সম্মানিত ব্যক্তিত্ব অভিষেক নায়ার ক্রিকেট নিয়ে তার গভীর জ্ঞান, খেলোয়াড়দের বিকাশে প্রমাণিত সাফল্য এবং ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে কোচিং অভিজ্ঞতা রয়েছে তার।'
নায়ার ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দলটির শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছিলেন নায়ার। এরপর তিনি ভারতীয় দলের কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন। তিনি ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের কোচিং প্যানেলেও ছিলেন।

এ ছাড়া ২০১৮ সাল থেকে নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত নায়ার, শুভমান গিল, ভেঙ্কাটেস আইয়ার ও রিঙ্কু সিংদের মতো তরুণদের গড়ে তোলায় ভূমিকা রেখেছেন। নায়ার অবশ্য এবারই প্রথম ইউপি ওয়ারিয়র্সের সঙ্গে কাজ করছেন না। তিনি প্রথম আসরে দলটির সঙ্গে ছিলেন। এবার অবশ্য অনেক বড় দায়িত্ব পেতে চলেছেন তিনি।
দীপ্তি শর্মা-সোফি এক্সেলেস্টনদের দায়িত্ব কাঁধে নিয়ে নায়ার বলেছেন, 'ইউপি ওয়ারিয়র্সের সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ ছিল এবং এবার প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। উইমেন্স প্রিমিয়ার লিগ নারীদের ক্রিকেটের জন্য একটি অসাধারণ মঞ্চ এবং আমি দলের ম্যানেজমেন্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে মুখিয়ে আছি।'
নায়ার আরও বলেন, 'আমরা একটি শক্তিশালী দল গড়ে তুলতে পারি। ইউপি ওয়ারিয়র্স ইতিমধ্যেই ভালো একটি ভিত্তি তৈরি করেছে, আর আমি বিশ্বাস করি আমরা কিছু বিশেষ কিছু গড়ে তুলতে পারব। দলে দারুণ সম্ভাবনা রয়েছে এবং প্রথম শিরোপা জয়ে সাহায্য করতে আমি আমার সর্বোচ্চটা দেব।'