
আফগানিস্তানের এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে ২২ ক্রিকেটার
এশিয়া কাপের আগে শারজাহতে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপ হওয়ায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই সপ্তাহের অনুশীলন ও প্রস্তুতি ক্যাম্প করবেন রশিদ খানরা। সেই ক্যাম্প ও এশিয়া কাপের জন্য ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।