বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

আন্তর্জাতিক
বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কার শক্তিশালী স্কোয়াড ঘোষণা
বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কার শক্তিশালী স্কোয়াড ঘোষণা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা নারী দল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরে দলের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার চামারি আতাপাত্তু।

দলে অভিজ্ঞতা রয়েছে যথেষ্ট। আতাপাত্তুর সঙ্গে স্কোয়াডে আছেন হারশিথা সমারাবিক্রমা, নিলাক্ষি ডি সিলভা ও উইকেটকিপার অনুষ্কা সঞ্জীবানি। বোলিং বিভাগে মূল দায়িত্বে থাকবেন বাঁহাতি স্পিনার ইনোকা রানাওয়েরা ও সুগন্ধিকা কুমারি। সহায়কের ভূমিকায় থাকবেন উদেশিকা প্রবোদানী ও মালকি মাদারা।

দলে আরো জায়গা পেয়েছেন টপ অর্ডার ব্যাটার হাসিনি পেরেরা ও বিশ্মি গুনারত্নে। মিডল অর্ডারের আছেন কবিশা দিলহারি, ইমেশা দুলানি, দেউমি বিহাঙ্গা ও পিউমি ওয়াথসালা। স্কোয়াডে অলরাউন্ডার হিসেবে আছেন আচিনি কুলাসুরিয়া। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন অফস্পিনার ইনোশি ফার্নান্দো।

এই বিশ্বকাপের আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে। শ্রীলঙ্কা তাদের সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি খেলবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের গুয়াহাটি ও নাভি মুম্বাইয়ে।

২০২২ সালের আসরে শ্রীলঙ্কা অংশ নিতে পারেনি। এবার তাই মূল পর্বে খেলার সুযোগকে গুরুত্ব দিচ্ছে দল। ২০২১ সালের কোয়ালিফায়ার বাতিল হয়ে যাওয়ায়, তখনকার আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপের তিনটি জায়গা পেয়েছিল বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। সেবার র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় জায়গা হয়নি শ্রীলঙ্কার।

নারী বিশ্বকাপে শ্রীলঙ্কার স্কোয়াড- চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, বিশ্মি গুনারত্নে, হারশিথা সমারাবিক্রমা, কবিশা দিলহারি, নিলাক্ষি ডি সিলভা, অনুষ্কা সঞ্জীবানি, ইমেশা দুলানি, দেউমি বিহাঙ্গা, পিউমি ওয়াথসালা, ইনোকা রানাওয়েরা, সুগন্ধিকা কুমারি, উদেশিকা প্রবোদানী, মালকি মাদারা ও আচিনি কুলাসুরিয়া।

ট্রাভেলিং রিজার্ভ: ইনোশি ফার্নান্দো।

আরো পড়ুন: শ্রীলঙ্কা নারী দল