
আইপিএলের সীমানা বড় করার পরামর্শ গাভাস্কারের
আইপিএল মানেই যেন চার-ছক্কার ফুলঝুরি আর বড় বড় রান। অনেকে মনে করেন রীতিমতো ব্যাটারদের টুর্নামেন্ট হয়ে উঠেছে ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। এমন অবস্থায় আইপিএলের সীমানার আকার ছোটো করার পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার সুনীল গাভাস্কার।