promotional_ad

ফিক্সিংয়ের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন বলল রাজস্থান

ধ্রুব জুরেলের আউটের পর লক্ষ্ণৌয়ের ক্রিকেটারদের উল্লাস, আইপিএল
এবারের আইপিএলে শুরু থেকেই ধুঁকছে রাজস্থান রয়্যালস। এর মধ্যে যোগ হয়েছে অধিনায়ক সাঞ্জু স্যামসনের চোট। সব মিলিয়ে মাঠে ও মাঠের বাইরে চাপে রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার তাদের বিরুদ্ধেই উঠেছে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ। যদিও ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে ফিক্সিংয়ের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়া হয়েছে।

promotional_ad

একদিন আগেই রাজস্থান ক্রিকেট সংস্থার (আরসিএ) অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করে তুমুল আলোড়ন তোলেন। তিনি অভিযোগ করেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রাজস্থানের ২ রানে হারের ম্যাচ নিয়ে। হাতের মুঠোর থাকা ম্যাচ হারে অন্য কিছুর ইঙ্গিত খুঁজে পাচ্ছেন তিনি।


আরো পড়ুন

কোহলিদের বিপক্ষেও রাজস্থানের অধিনায়ক পরাগ, নেই স্যামসন

২১ এপ্রিল ২৫
বিসিসিআই

এবার এই ম্যাচ নিয়ে মুখ খুলেছেন ফ্র্যাঞ্চাইজিটির সিনিয়র এক কর্মকর্তা দীপ রায়। তিনি এনডিটিভিকে এই বিষয়টি উড়িয়ে দিয়েছেন। বিহানির বক্তব্যকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও প্রমাণ অযোগ্য’ বলেছেন এই কর্মকর্তা। এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ও ক্রীড়া সচিবের কাছে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট আনুষ্ঠানিক অভিযোগ করেছে বলে জানানো হয়েছে।


promotional_ad

রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যাডহক কমিটির আহ্বায়কের করা অভিযোগগুলো আমরা প্রত্যাখ্যান করছি। জনসমক্ষে এমন বক্তব্য শুধু বিভ্রান্তই করে না। এমনকি রাজস্থান রয়্যালসের গ্রহণযোগ্যতা ও খ্যাতিরও ক্ষতিসাধন করে। এতে করে রয়্যাল মাল্টি স্পোর্টস প্রাইভেট লিমিটেড (আরএমপিএল), রাজস্থান ক্রীড়া সংস্থা ও বিসিসিআইয়েরও খ্যাতি নিয়ে প্রশ্ন ওঠে। ক্রিকেটের গ্রহণযোগ্যতাও ধূলিসাৎ করে দেয় এসব অভিযোগ।’


আরো পড়ুন

হার্শা-ডুলকে ইডেনে নিষিদ্ধ করতে বিসিসিআইকে বেঙ্গল ক্রিকেটের চিঠি

৬ ঘন্টা আগে
হার্শা ভোগলে (বামে) ও সাইমন ডুল (ডানে), ফাইল ফটো

এর আগে নিউজ ১৮ এ ফিক্সিংয়ের অভিযোগ তুলে বিহানি বলেন, ‘নিজেদের মাঠে যখন জয়ের জন্য মাত্র কয়েক রান দরকার ছিল শেষ ওভারে, তখন তারা কীভাবে হেরে গেল? এর তদন্ত করতে হবে।’ তিনি আরও যোগ করেন, 'ফ্র্যাঞ্চাইজির মালিক রাজ কুন্দ্রাও এর আগে একটি বেটিং কেসে ধরা পড়েছিলেন। সেই সময় এর জন্য ২ বছরের জন্য গোটা টিমটাই ব্যান করে দেওয়া হয়েছিল।'


রাজস্থানের সঙ্গে এর আগেও ফিক্সিংয়ের কালিমা লেগে রয়েছে। ফিক্সিংয়ের অভিযোগ থাকায় চেন্নাই সুপার কিংসের সঙ্গে রাজস্থান নিষিদ্ধ ছিল ২০১৬, ২০১৭ আইপিএলে। এবার একই ফ্র্যাঞ্চাইজির নামে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। তবে এই বিষয়ে বিসিসিআই বা আইপিএল কতৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball