
বেঙ্গালুরু ট্র্যাজেডি: আইপিএল শিরোপা-উদযাপনের নিয়ম বেঁধে দিচ্ছে বিসিসিআই
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রথম আইপিএল শিরোপা উদযাপন ঘিরে বেঙ্গালুরুতে ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা। শিরোপা জয়ের পরদিন এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার ফলে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। এই ঘটনায় নড়ে বসেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইপিএলের শিরোপা উদযাপন নিয়ে নতুন করে বিধিনিষেধ আরোপের কথা ভাবছে তারা।