আইপিএল নিলামে ১৮ কোটির বেশি পাবেন না গ্রিন-মুস্তাফিজরা

আইপিএল নিলাম
আইপিএল নিলামে ১৮ কোটির বেশি পাবেন না গ্রিন-মুস্তাফিজরা
আইপিএল নিলাম, বিসিসিআই
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের মিনি নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। এবারও ভারতের বাইরে বসছে আইপিএলের নিলাম। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হওয়ার পর এবার নিলাম হবে সংযুক্ত আরব আমিরাতে। এরই মধ্যে আইপিএলের নিলামে অংশ নিতে ১ হাজার ৩৫৫জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন।

যদিও আইপিএলের দলগুলোর হাতে বাকি মাত্র ৭৭টি জায়গা। এর মধ্যে বিদেশি ক্রিকেটার জায়গা পাবেন মাত্র ৩১টিতে। এরই মধ্যে জল্পনা কল্পনা চলছে আইপিএলের নিলামে কে কে ঝড় তুলতে যাচ্ছেন। সর্বোচ্চ ক্যাটাগরি 'এ' ক্যাটাগরিতে আছেন ক্যামেরন গ্রিন মুস্তাফিজুর রহমান ও লিয়াম লিভিংস্টোনের মতো তারকা।

বিশেষ করে গ্রিনকে আগে থেকেই নিজেদের লক্ষ্য বানিয়ে রেখেছে আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তবে নিলামে যত বেশি দামই উঠুক না কেন ক্রিকেটারদের কেউ ১৮কোটি রুপির বেশি পাবেন না। মূলত নতুন এই নিয়ম করে খেলোয়াড়দের দামে লাগাম টানতে চাইছে বিসিসিআই।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে ১৮ কোটি রুপির বেশি উঠলেও সেই অঙ্ক খেলোয়াড় পাবেন না। অতিরিক্ত টাকাটি যোগ হবে বিসিসিআইয়ের প্লেয়ার ডেভেলপমেন্ট ফান্ডে। এমন অনেক ক্রিকেটার আছেন যারা মেগা নিলামে নাম না দিয়ে মিনি নিলামের অপেক্ষায় থাকেন।

যাতে করে তারা বড় অঙ্কে কোনো দলে যেতে পারেন। বিসিসিআই এসব বিষয়কেই গুরুত্ব সহকারে নিয়েছে। এদিকে নিলামে সবচেয়ে বেশি অর্থ নিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নদের হাতে এখনও বাকি ৬৪.৩ কোটি রুপি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩.৪ কোটি রুপি আছে চেন্নাই সুপার কিংসের হাতে।

২০২৩ সালে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক নিলামে ঝড় তুলেছিলেন। তিনি পেয়েছিলেন ২৪.৭৫ কোটি রুপি। তারই সতীর্থ প্যাট কামিন্স বিক্রি হয়েছিলেন ২০.৫ কোটি রুপিতে। এবার সেরকম কিছু হচ্ছে না সেটা আগে থেকেই ধারণা করা যাচ্ছে। ভবিষ্যতে এই নিয়ম কার্যকর হতে পারে মেগা নিলামেও।

আরো পড়ুন: আইপিএল