এখনো অবসরের সিদ্ধান্ত নেননি ধোনি
মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে প্রতি আইপিএলের মতো চলতি মৌসুম জুড়েই ছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি অধিনায়ক জানিয়ে দিলেন—এ মৌসুম শেষেই বিদায় নয়! গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের পর নিজেই জানিয়ে দিয়েছেন ধোনি, অবসর নেওয়ার সিদ্ধান্ত এখনই নিচ্ছেন না।