promotional_ad

মার্শের সেঞ্চুরিতে টেবিলের শীর্ষে থাকা গুজরাটকে হারাল লক্ষ্ণৌ

৬৪ বলে ১১৭ রান করেন মিচেল মার্শ, ফাইল ফটো
মিচেল মার্শের সেঞ্চুরি এবং নিকোলাস পুরানের হাফ সেঞ্চুরিতে গুজরাট টাইটান্সের সামনে বিশাল লক্ষ্য দাঁড় করায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। পরে উইলিয়াম ও'রুর্কির অসাধারণ বোলিংয়ে ম্যাচটি ৩৩ রানে জিতে নেয় দলটি। এই ম্যাচ হারলেও ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রইলো গুজরাট। লক্ষ্ণৌ উঠে আসলো ছয় নম্বরে। যদিও আইপিএলের প্লে অফের চার দল নির্ধারিত হয়ে যাওয়ায় আসরটির এখনকার ম্যাচগুলো কেবলই যেন নিয়মরক্ষার।

promotional_ad

২৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৪৬ রান তোলে গুজরাট। ১৬ বলে ২১ রান করে মিড অফে ক্যাচ দিয়ে ফিরে যান সুদর্শন। তার উইকেটটি নেন উইলিয়াম ও'রুর্কি। এরপর ৯৬ রানের মধ্যে আরো দুই উইকেট হারায় গুজরাট।


আরো পড়ুন

এক ম্যাচ নিষিদ্ধ দিগ্বেশ, শাস্তি পেলেন অভিষেকও

২০ মে ২৫
দিগ্বেশ রাঠি (বামে) ও অভিষেক শর্মার  (ডানে) বাকবিতণ্ডার মাঝে আম্পায়ার, ফাইল ফটো।

২০ বলে ৩৫ রান করে আবেশ খানের বলে লং অফে ক্যাচ দিয়ে ফিরে যান শুভমান গিল। দশম ওভারে আকাশ সিং দারুণ এক ইনসুইংয়ে বোল্ড করেন জস বাটলারকে। এ দিন ১৮ বলে ৩৩ রান আসে বাটলারের ব্যাটে।


তারপর ৮৬ রানের জুটি গড়েন শেরফান রাদারফোর্ড এবং শাহরুখ। ২২ বলে ৩৮ রান করে ডিপ মিড উইকেটে ক্যাচ তোলা রাদারফোর্ডকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ও'রুর্কি। একই ওভারে রাহুল তেওয়াটিয়াকে ফেরান কিউই এই পেসার।


promotional_ad



আরো পড়ুন

আহমেদাবাদে আইপিএলের ফাইনাল, মুল্লানপুরে ‘প্লে-অফ’

২০ মে ২৫
ফাইল ছবি

লং অনে ক্যাচ দিয়ে আত্মসমর্পণ করা তেওয়াটিয়া করেন তিন বলে দুই রান। ১৮তম ওভারের শেষ বলে ফিরে যান আরশাদ খানও। সতীর্থদের আসা যাওয়া দেখতে দেখতে আবেশের বলে ফিরে যান শাহরুখও। তার ২৯ বলে ৫৭ রানের ইনিংসটি পরাজয়ের ব্যবধানই কেবল কমায়। ২০২ রানে থামে গুজরাট। ২৭ রান খরচায় তিন উইকেট নেন ও'রুর্কি।


টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটে ২৩৫ রান করে লক্ষ্ণৌ। ওপেনিং জুটিতেই দলটি তোলে ৯১ রান। ২৪ বলে ৩৬ রান করে সাই কিশোরের বলে লং অফে ক্যাচ দিয়ে ফিরে যান মার্করাম। তারপর ১২১ রানের জুটি গড়েন মার্শ এবং পুরান।


১৯তম ওভারে ফিরে যান সেঞ্চুরিয়ান মার্শ। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার আরশাদের খানের বলে কাভারে ক্যাচ দিয়ে ফিরে যান। ফেরার আগে ৬৪ বলে ১০টি চার ও আটটি ছক্কায় ১১৭ রান করেন তিনি। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকা পুরান ২৭ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন। ছয় বলে ১৬ রানে অপরাজিত থাকেন ঋষভ পান্ত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball