promotional_ad

বড় জয় দিয়ে আইপিএল শেষ করল মুস্তাফিজের দিল্লি

উইকেট নেয়ার পর মুস্তাফিজুর রহমান
টানা চার ম্যাচ জিতে এবারের আইপিএল শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। ধারণা করা হচ্ছিল তারাই সবার আগে প্লে অফ নিশ্চিত করবে। তবে এমনটা হয়নি। টুর্নামেন্টের মাঝ পথে টানা ব্যর্থতার কারণে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাকে।

promotional_ad

যদিও নিজেদের শেষ ম্যাচে তারা পাঞ্জাব কিংসকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। এই ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ২০৬ রান করে পাঞ্জাব। সেই লক্ষ্য ৩ বল হাতে রেখেই পেরিয়ে গেছে দিল্লি। হাফ সেঞ্চুরি তুলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন সামির রিজভি।


আরো পড়ুন

মুস্তাফিজের দিল্লিকে উড়িয়ে প্লে অফে মুম্বাই ইন্ডিয়ান্স

২২ মে ২৫
উইকেট নেয়ার পর হার্দিকের উচ্ছ্বাস, আইপিএল

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে লোকেশ রাহুল ও ফাফ ডু প্লেসি মিলে তোলেন ৫৫ রান। রাহুল আউট হয়েছেন ২১ বলে ৩৫ রান করে। খানিক বাদে ডু প্লেসি ফিরে যান ১৫ বলে ২৩ রান করে।


promotional_ad

এরপর করুন নায়ার ও সেদিকউল্লাহ অটল মিলে তৃতীয় উইকেটে গড়েন ২৮ রানের জুটি। সেদিকউল্লাহ ফিরেছেন ১৬ বলে ২২ রান করে। চতুর্থ উইকেটে করুন ও সামির তোলেন ৬২ রান। করুন ফিরেছেন ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে।


আরো পড়ুন

ম্যাচ হারের পর জরিমানার মুখে মুকেশ

২২ মে ২৫
দিল্লির জার্সিতে মুকেশ কুমার, আইপিএল

এরপর আর দিল্লিকে উইকেট হারাতে দেননি সামির। তিনি ২৫ বলে ৫৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ১৪ বলে ১৮ রান করে শেষ পর্যন্ত ছিলেন ট্রিস্টিয়ান স্টাবস। পাঞ্জাবের হয়ে দুটি উইকেট নেন হারপ্রীত ব্রার। আর একটি করে উইকেট পান মার্কো জানসেন ও প্রবিন দুবে।


এর আগে এই ম্যাচে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে দিল্লির বোলারদের ওপর ঝড় বইয়ে দেয় পাঞ্জাব। মুস্তাফিজুর রহমান ছাড়া বাকি চার বোলারই ৯ এর উপরে দিয়েছেন ওভারপ্রতি। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৫৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার।


এ ছাড়া মার্কাস স্টইনিস অপরাজিত ছিলেন ১৬ বলে ৪৪ রানের ক্যামিও খেলে। দিল্লির হয়ে একাই ৩ উইকেট নেন মুস্তাফিজ। চার ওভারে তিনি খরচ করেন মাত্র ৩৩ রান। দুটি করে উইকেট নেন ভিপরাজ নিগাম ও কুলদীপ যাদব। একটি উইকেট যায় মুকেশ কুমারের ঝুলিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball