চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

ছবি: বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

যদিও ইএসপিএন ক্রিকইনফো এই পেসারের ফেরার সম্ভাবনার কথা জানিয়েছে। চোট পেয়ে ছিটকে যাওয়ার আগে দারুণ ফর্মে ছিলেন হ্যাজেলউড। ১০ ম্যাচেই এই অজি পেসার শিকার করেছিলেন ১৮ উইকেট। আর তাতেই প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছিল বেঙ্গালুরু।
হ্যাজেলউডের আইপিএলে ফেরা নিয়ে শঙ্কা
১২ মে ২৫
দলটির সফলতম বোলারও ছিলেন তিনি। এবারের আইপিএলে তার চেয়ে বেশি উইকেট নিতে পেরেছেন কেবল দুজন বোলার। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত শুরুর আগে বেঙ্গালুরুর হয়ে সর্বশেষ ম্যাচতি খেলতে পারেননি তিনি। এরপর এক সপ্তাহের বিরতি দিয়ে আইপিএল ফিরলেও, ফেরেননি হ্যাজেলউড।

চোট কাটিয়ে উঠতে অস্ট্রেলিয়ায় পুনর্বাসন শুরু করেছিলেন এই অস্ট্রেলিয়ান পেসার। সামনে অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এই পেসারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইবে না ক্রিকেট অস্ট্রেলিয়া। চোট থেকে সেরে উঠলেও তাই তার আইপিএলে ফেরা নিয়ে ছিল শঙ্কা।
সেরা দুইয়ে থাকলে লাভের সঙ্গে লসও হবে বেঙ্গালুরুর
২ ঘন্টা আগে
ব্রিজবেনে পুনবার্সন ভালোভাবে এগোনোর পর নিয়মিত অনুশীলন শুরু করেছেন তিনি। সেই সঙ্গে আইপিএলে ফেরারও ছক কসছেন হ্যাজেলউড। আইপিএলের আগেও ইনজুরির কারণে ভুগতে হয়েছে তাকে। গত বছরের শেষ দিকে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের পর সাইড স্ট্রেইনের কারণে দ্বিতীয় টেস্টে তাকে বাইরে থাকতে হয়।
তৃতীয় টেস্টে ফেরার পর পেশির চোটের কারণে আবার মাঠের বাইরে চলে যেতে হয় অস্ট্রেলিয়ার পেস বোলিং আক্রমণের এই কাণ্ডারিকে। এর ফলে শ্রীলঙ্কা সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই পেসারকে পায়নি অস্ট্রেলিয়া। এবার চোট কাটিয়ে আবারও মাঠে ফেরার অপেক্ষায় আছেন হ্যাজেলউড।
অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে জশ ইংলিস খেলছেন পাঞ্জাব কিংসের হয়ে। যদি তাদের দল ফাইনালে উঠে তবে ৩ জুন পর্যন্ত ভারতে থাকতে হবে এই দুই অজি ক্রিকেটারকে। আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।