
২ ম্যাচ নিষিদ্ধ হৃদয়, জরিমানা ৮০ হাজার টাকা
আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে অনফিল্ড আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তাওহীদ হৃদয়। নিষেধাজ্ঞা তুলে নিতে বিসিবি ও সিসিডিএমের কাছে আবেদন করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও উল্টো আরও এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়েছে তাকে। ম্যাচ পরবর্তী সময়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আম্পায়ারিং নিয়ে বেফাঁস মন্তব্য করায় আরও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে মোহামেডান অধিনায়ককে।