
রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল প্রোটিয়ারা
একের পর এক সিরিজ হারছে ইংল্যান্ড। সাউথ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই হাতছাড়া হয়েছে প্রোটিয়াদের। দ্বিতীয় ওয়ানডে ইংল্যান্ডকে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৫ রানে হারিয়েছে সাউথ আফ্রিকা। এর মধ্যে দিয়ে ১৯৯৮ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল দলটি।