
আগস্টে শ্রীলঙ্কা সফরে যেতে চায় ভারত
আগামী আগস্টে সীমিত ওভারের সিরিজ আয়োজনের লক্ষ্যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। নিউজওয়্যারের প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পারে ভারত ও শ্রীলঙ্কা।