মোদি বললেন ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’, নাকভি দিলেন কড়া জবাব

আন্তর্জাতিক
মোদি বললেন ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’, নাকভি দিলেন কড়া জবাব
ম্যাচের আগে দুই দলের জাতীয় সঙ্গিত, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দুবাইয়ে অনুষ্ঠিত এবারের এশিয়া কাপের ফাইনালে যেন পাশাপাশি এগিয়ে গেছে ক্রিকেট আর রাজনীতি। টুর্নামেন্টে মাঠে ও মাঠের বাইরে উভয় দিকেই উত্তাপ দেখা গেছে এবং শেষ পর্যন্ত বিষয়টি রাজনৈতিক স্তরে গিয়ে পৌঁছেছে।

ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই আসরে আগের দুই একক লড়াইও ভারত সহজভাবে জিতেছিল। তবে মাঠের ক্রিকেটের বাইরে পুরস্কার বিতরণী মঞ্চে কিছু ঘটনাও বিতর্ক তৈরি করেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির কাছ থেকে এশিয়া কাপের ট্রফিও নেয়নি ভারত। এ ছাড়া পুরো আসরেই পাকিস্তানের কোনো ক্রিকেটারের সঙ্গে হাত মেলায়নি ভারতের কোনো ক্রিকেটার।

মূলত ভারত-পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধের ফলে ঘটেছে এমন ঘটনাগুলো। ফাইনাল ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল সেই একই—ভারতের জয়। আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।'

এর জবাবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি লিখেন, 'যুদ্ধই যদি আপনাদের গর্বের মাপকাঠি হয়, তাহলে পাকিস্তানের কাছে আপনাদের লজ্জাজনক পরাজয় এর মধ্যেই ইতিহাসে খোদাই হয়ে গেছে। কোনো ক্রিকেট ম্যাচই সেই সত্যকে বদলে দিতে পারবে না। খেলাধুলার ভেতরে যুদ্ধকে টেনে আনা শুধু মরিয়া ভাবকেই প্রকাশ করে এবং খেলার মূল চেতনাকে কলঙ্কিত করে।'

রাজনীতিবিদদের এই মন্তব্যগুলো সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং টুর্নামেন্টজুড়ে আগের থেকে চলতি বিতর্কগুলোকে আরও জোরদার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরের মতই ভিন্ন মতামত পোষণ করতে দেখা গেছে ভারত-পাকিস্তানের সমর্থকদের।

আরো পড়ুন: নরেন্দ্র মোদি