কেরালা লিগে ইতিহাস সেরা দামে ব্লু টাইগার্সে স্যামসন

ছবি: সাঞ্জু স্যামসন, ফাইল ফটো

৩০ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার ভেঙে দিয়েছেন পূর্বের সব রেকর্ড। এই লিগে ২০২৪ সালে এম.এস. আখিলকে ৭.৪ লাখ টাকায় কিনেছিল ত্রিবান্দ্রম রয়্যালস। স্যামসন মাত্র তিন লাখ টাকা ভিত্তিমূল্যে নিলামে উঠলেও কয়েকটি দলের মধ্যে তীব্র প্রতিযোগিতার ফলে দ্রুতই তার দাম ১০ লাখ ছাড়িয়ে যায়।
কোহলিদের বিপক্ষেও রাজস্থানের অধিনায়ক পরাগ, নেই স্যামসন
২১ এপ্রিল ২৫
শেষ পর্যন্ত কোচি ব্লু টাইগার্স প্রতিদ্বন্দ্বী দলগুলোকে হারিয়ে ভারতের এই আন্তর্জাতিক ক্রিকেটারকে দলে নিতে তাদের ৫০ লাখ টাকার বাজেটের অর্ধেকেরও বেশি ব্যয় করে। তারা জানিয়েছে, দলে স্যামসনের আগমন দলের শক্তিমত্তা ও জনপ্রিয়তা সবই বাড়াবে।

স্যামসন এবারই প্রথম কেসিএলে খেলতে নামছেন। প্রথম মৌসুমে তিনি ছিলেন টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবার মাঠে নামা তার জন্য নতুন অভিজ্ঞতাই হতে যাচ্ছে।
এই চুক্তি কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) অধীনে স্যামসনের ফেরাও নির্দেশ করে। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি ওয়াইনাডে একটি প্রস্তুতি ক্যাম্পে অংশ না নেয়ায় বিজয় হাজারে ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন।
স্যামসনের পাশাপাশি এই লিগে আরও কয়েকজন উল্লেখযোগ্য খেলোয়াড় বড় অঙ্কে বিক্রি হয়েছেন। তার কেরালা সতীর্থ বিষ্ণু বিনোদকে ১৩.৮ লাখ টাকায় দলে নেয় অ্যারিস কোল্লাম, যা দ্বিতীয় সর্বোচ্চ দর। অন্যদিকে অভিজ্ঞ অলরাউন্ডার জলজ সাক্সেনাকে ১২.৪ লাখ টাকায় নিয়েছে অ্যালেপ্পি রিপলস।