
নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ভারতের সমতা
নাটকীয়তা, টানটান উত্তেজনা কোনো কিছুরই যেন কমতি ছিল না ওভাল টেস্টে। শেষ পর্যন্ত স্নায়ুর লড়াইয়ে জিতে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ ড্র করেছে ভারত। ভারতের দেয়া ৩৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৬৭ রানে থামে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাটিং না করলেও দ্বিতীয় ইনিংসে ভাঙা হাত নিয়েই নেমেছিলেন ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকস। তবে তাতেও দল জিততে পারেনি।