বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা এমনটা নিশ্চিত করেছেন। তিনি নিজেও নতুনভাবে সহ-সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। আগের সভাপতি রজার বিনি দায়িত্ব ছাড়ার পর বেশ কিছুদিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাজ চালিয়ে গেছেন শুক্লা।
তিনি বলেন, 'মিঠুন মানহাস বিসিসিআইয়ের নতুন সভাপতি হয়েছেন। আমি সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি, দেবজিত সাইকিয়া–সচিব… অরুণ ঠাকুর হবেন আইপিএল চেয়ারম্যান।'
এ ছাড়া কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক্স-এ দেয়া এক পোস্টে লিখেন, 'মিঠুন মানহাসকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।'
'জম্মু ও কাশ্মীরের অন্যতম প্রত্যন্ত জেলা ডোডা, যেটি আমার নিজ জেলা। সেই জেলার এক সন্তান মিঠুন মানহাস আজ বিসিসিআইয়ের সর্বোচ্চ পদে আসীন হলেন। একই দিনে কিশ্তওয়ারের মেয়ে শীতল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় এটি এক স্মরণীয় রবিবার।'
গত সপ্তাহে সংবাদ সংস্থা এএনআই জানায়, রজার বিনি আগস্টে পদ ছাড়ার পর শীর্ষ পদটি ফাঁকা ছিল এবং মিথুন মানহাস সেই পদে দায়িত্ব নিতে যাচ্ছেন। নির্দ্বন্দ্ব প্রক্রিয়ায় তিনি ছিলেন একমাত্র প্রার্থী।
জানা গেছে, বোর্ডের কোষাধ্যক্ষ পদে আসতে পারেন ভারতের সাবেক স্পিনার রঘুরাম ভাট, যিনি বর্তমানে কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আগামী মাসে ৪৬ বছরে পা রাখতে যাওয়া মানহাস বর্তমানে বিসিসিআই-এর নিয়োগকৃত সাব-কমিটিতে আছেন, যারা জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন তদারকি করে।
দিল্লির হয়ে দীর্ঘদিন খেলার পর ২০১৫ সালে তিনি জন্মস্থান জম্মুতে ফিরে আসেন এবং ২০১৬ সালে অবসর নেন।
ক্যারিয়ারে তিনি ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৯ হাজার ৭১৪ রান, ১৩০টি লিস্ট এ ম্যাচে চার হাজার ১২৬ রান এবং ৯১টি টি-টোয়েন্টি ম্যাচে এক হাজার ১৭০ রান করেছেন।
পাশাপাশি তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানসের সঙ্গে কোচিংয়ে যুক্ত ছিলেন। কাজ করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও।