ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
সাউদাম্পটনে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। মঙ্গলবার রাতে তৃতীয় ও শেষ ম্যাচে ২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১১ রানে থেমে যায় ক্যারিবীয়রা। ফলে ম্যাচে ৩৭ রানে জয় পায় স্বাগতিক ইংল্যান্ড।