promotional_ad

বুমরাহ খেলছেন না, বিশ্বাসই হচ্ছে না শাস্ত্রী-স্টেইনের

জসপ্রিত বুমরাহ, ফাইল ফটো
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে জসপ্রিত বুমরাহকে তিনটির বেশি ম্যাচে খেলানো হবে না— এই ঘোষণা আগেই দিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। বিষয়টি নিশ্চিত করেছিলেন বুমরাহ নিজেও। তবে সিরিজের দ্বিতীয় ও গুরুত্বপূর্ণ টেস্টে তার না থাকা ঘিরে চলছে জোর সমালোচনা। সাবেক ক্রিকেটারদের অনেকেই প্রকাশ করেছেন বিস্ময়।

promotional_ad

হেডিংলিতে সিরিজের প্রথম ম্যাচে ভারত হেরেছে পাঁচ উইকেটে। তাই দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় ছিল না গিলদের। এমন পরিস্থিতিতে সাত দিন বিশ্রামে থাকা বুমরাহকে খেলানো হয়নি এজবাস্টনে, যেটি মেনে নিতে পারছেন না ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী।


আরো পড়ুন

বুমরাহকে নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে ভারত

৩০ জুন ২৫
অনুশীলনে বুমরাহ

স্কাই স্পোর্টসে শাস্ত্রী বলেন, ‘ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স হিসেবে এটি খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ। আপনি নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি হেরেছেন, এখানে প্রথম টেস্টও হেরেছেন—স্বাভাবিকভাবেই আপনি আবার জয়ের পথে ফিরতে চান। কিন্তু দলে বিশ্বের সেরা ফাস্ট বোলার আছেন এবং সাত দিন বিশ্রামের পরও আপনি তাকে বসিয়ে রাখেন—বিশ্বাস করা সত্যিই কঠিন।’


শাস্ত্রীর মতে না খেলার সিদ্ধান্ত খেলোয়াড় নয়, নেয়া উচিত টিম ম্যানেজমেন্টের। তিনি বলেন, ‘তাদের এক সপ্তাহের বিশ্রাম ছিল। বুমরাহ এই ম্যাচে খেলছে না দেখে আমি একটু অবাকই হয়েছি। আমার মনে হয়, এ সিদ্ধান্তটা খেলোয়াড়ের ওপর ছেড়ে দেয়া উচিত না। অধিনায়ক আর কোচিং স্টাফেরই ঠিক করা উচিত কে খেলবে। আর যদি এ ম্যাচটা সিরিজের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই ম্যাচটাই ওর খেলা উচিত ছিল। লর্ডস পরে আসবে।’


promotional_ad



আরো পড়ুন

ক্ষমতা থাকলে কোহলিকে টেস্ট অধিনায়ক বানিয়ে দিতেন শাস্ত্রী

১২ জুন ২৫
রবি শাস্ত্রী ও বিরাট কোহলি, ফাইল ফটো

এ নিয়ে নিজের মত দিয়েছেন সাউথ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনও। ভারতের বুমরাহকে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে তুলনা টেনেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে।


স্টেইন এক্সে লিখেন, ‘পর্তুগালের দলে বিশ্বের সেরা স্ট্রাইকার রোনালদো আছেন, আর তারা তাকে খেলায়নি। এটা তো পাগলামি। ভারত দলে বুমরাহকে রেখেও তাকে না খেলানোও এমন কিছু। কী হচ্ছে! আমি তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম।’


বুমরাহর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার আকাশ দীপ। তবে প্রথম দিন শেষে চাপ নেই ভারতের ওপর। অধিনায়ক শুভমান গিলের অপরাজিত সেঞ্চুরিতে এজবাস্টনে প্রথম দিনেই ৫ উইকেটে ৩১০ রান তুলেছে সফরকারীরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball